বৈঠকে ২০১৩ সালে শাপলা চত্বরে ‘হত্যাকাণ্ডে’ ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের বৈঠক, মামলা প্রত্যাহার নিয়ে আলোচনা

- আপডেট সময় ১০:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। ছবি: প্রধান উপদেষ্টার ফেইসবুক।
নেতাকর্মী ও আলেম-ওলামাদের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়কার মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরের ঘটনা জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এতে ব্ঠৈকের বিষয়বস্তুও তুলে ধরা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফ্যাসিবাদী’ শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ২০১৩ সালে শাপলা চত্বরে ‘হত্যাকাণ্ডে’ ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এ ঘটনার যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হওয়ার কথা বলা বিজ্ঞপ্তিতে।
প্রধান উপদেষ্টার দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে ’হামলার’ বিষয়ে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয় বৈঠকে।
শাহবাগের আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়।
শাপলা চত্বরের সমাবেশকে ঘিরে সংঘপাতের ঘটনাকে ‘হামলা ও হত্যাকাণ্ড’ হিসেবে অভিযোগ করে আসছে হেফাজতে ইসলাম।
শাপলা চত্বরের অভিযানে ৬১ জন নিহত হন বলে সে সময় এক প্রতিবেদনে দাবি করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। যদিও পুলিশের দাবি, রাতের অভিযানে কেউ মারা যাননি, আর দিনভর সংঘাতে নিহতের সংখ্যাটি ১১।
যমুনায় এ দিনের বৈঠকে মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাও. আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ ও মুফতি কেফয়তুল্লাহ আজহারী উপস্থিত ছিলেন।
এসময় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ওজুল কবির খান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম