০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

‘প্রয়োজন নেই বলেই কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার’

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ৬৩ বার পড়া হয়েছে

প্রয়োজন নেই বলেই কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সব কূটনীতিকদের নিরাপত্তা দেওয়া হয়। দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর কয়েকজন কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। দেশে যেহেতু এখন জঙ্গি তৎপরতা নেই সে কারণে বাড়তি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, কূটনীতিকদের নিরাপত্তা নয়, বরং বাড়তি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।

প্রয়োজন না থাকলে বাড়তি নিরাপত্তারও প্রয়োজন নাই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন, কেউ যদি অর্থ দিয়ে বাড়তি নিরাপত্তা চায় সেটা দেওয়া যেতে পারে। বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ঘূর্ণিঝড় মোখা পাশ কাটিয়ে চলে গেছে, বিএনপির আন্দোলনও মোখার মতো পাশ কাটিয়ে চলে গেছে।

বিএনপি আবার হাঁটা শুরু করেছে। আমরা চাই বিএনপি হাঁটুক। আওয়ামী লীগের এই নেতা বলেন, মোখা নিয়ে রাজনীতি করা ঠিক না। এটা দুঃখজনক। মির্জা ফখরুল মোখা নিয়ে উপহাস করেছেন। এটা ঠিক হয়নি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘প্রয়োজন নেই বলেই কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার’

আপডেট সময় ০৮:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

প্রয়োজন নেই বলেই কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সব কূটনীতিকদের নিরাপত্তা দেওয়া হয়। দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর কয়েকজন কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। দেশে যেহেতু এখন জঙ্গি তৎপরতা নেই সে কারণে বাড়তি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, কূটনীতিকদের নিরাপত্তা নয়, বরং বাড়তি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।

প্রয়োজন না থাকলে বাড়তি নিরাপত্তারও প্রয়োজন নাই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন, কেউ যদি অর্থ দিয়ে বাড়তি নিরাপত্তা চায় সেটা দেওয়া যেতে পারে। বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ঘূর্ণিঝড় মোখা পাশ কাটিয়ে চলে গেছে, বিএনপির আন্দোলনও মোখার মতো পাশ কাটিয়ে চলে গেছে।

বিএনপি আবার হাঁটা শুরু করেছে। আমরা চাই বিএনপি হাঁটুক। আওয়ামী লীগের এই নেতা বলেন, মোখা নিয়ে রাজনীতি করা ঠিক না। এটা দুঃখজনক। মির্জা ফখরুল মোখা নিয়ে উপহাস করেছেন। এটা ঠিক হয়নি।