তার বয়স কেবল ৩১ বছর, তাই রেকর্ডটি আরও অনেক দূর নেওয়ার দারুণ সম্ভাবনা আছে এই তারকা ফরোয়ার্ডের।
ফন পার্সিকে ছাড়িয়ে মেমফিসের নতুন রেকর্ড

- আপডেট সময় ০১:০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
ডান দিক থেকে ডি-বক্সে ক্রস বাড়ালেন কোডি হাকপো, আর ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নিলেন মেমফিস ডিপাই, দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি অসাধারণ একটি রেকর্ড নিজের করে নিলেন তিনি। নেদারল্যান্ডসের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা এখন এই তারকা ফরোয়ার্ড।
বিশ্বকাপ বাছাইয়ে রোববার লিথুয়ানিয়ার মাঠে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে একাদশ মিনিটে গোলটি করে নতুন এই রেকর্ড গড়েন মেমফিস। তিনি ছাড়িয়ে গেলেন সাবেক তারকা ফরোয়ার্ড রবিন ফন পার্সিকে।
ডাচদের হয়ে ১০২ ম্যাচ খেলে ৫০ গোল নিয়ে আগে রেকর্ড ছিল ফন পার্সির। গত জুনে মাল্টার বিপক্ষে জোড়া গোল করে ওই রেকর্ড স্পর্শ করেন মেমফিস। এক ম্যাচ পর এককভাবে তালিকার শীর্ষে বসলেন তিনি।
লিথুয়ানিয়ার বিপক্ষে ৩৩তম মিনিটে টিম্বারের গোলে ব্যবধান দ্বিগুণ হয় নেদারল্যান্ডসের। পরে দুটি গোল করে প্রথমার্ধেই সমতা টানে স্বাগতিকরা।
জমে ওঠা লড়াইয়ের ৬৩তম মিনিটে হেডে গোল করে দলে জয় নিশ্চিত করেন বর্তমানে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে খেলা মেমফিস। ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের সাবেক এই ফুটবলারের আন্তর্জাতিক ফুটবলে ১০৪ ম্যাচে মোট গোল হলো ৫২টি।
বাছাইয়ে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে পোল্যান্ড।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম