গাজায় অনাহার বিস্তৃত হয়ে যখন প্রায় দুর্ভিক্ষের রূপ নিচ্ছে তখন কানাডার এ ঘোষণা ইসরায়েলের ওপর চাপ আরও বৃদ্ধি করেছে।
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার

- আপডেট সময় ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা, জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
ফিলিস্তিনি ছিটমহল গাজায় যখন অনাহার বিস্তৃত হয়ে প্রায় দুর্ভিক্ষের রূপ নিচ্ছে তখন কার্নির এ ঘোষণা ইসরায়েলের ওপর চাপ আরও বৃদ্ধি করেছে।
এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানায়, তারা সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এরপর মঙ্গলবার যুক্তরাজ্য জানায়, সেপ্টেম্বরের মধ্যে গাজায় যুদ্ধ বন্ধ না হলে তারাও জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
কার্নি বুধবার সাংবাদিকদের বলেন, গাজার মানুষদের অনাহারসহ মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতির অর্থ ‘আমাদের চোখের সামনে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা আক্ষরিক অর্থেই ম্লান হয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “ইসরায়েলি সরকার গাজায় একটি বিপর্যয় বাড়তে দিয়েছে, কানাডা এই ঘটনার নিন্দা জানায়।”
কার্নি জানান, স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাটার ভিত্তি জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা ফিলিস্তিন কর্তৃপক্ষের বারবার দেওয়া আশ্বাস আর তা হল, তারা তাদের শাসনব্যবস্থা সংস্কার করবে এবং ২০২৬ সালের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে যেখানে হামাস ‘অংশগ্রহণ করতে পারবে না’।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজায় চলা ইসরায়েলি সামরিক অভিযানের অংশ হিসেবে ভূখণ্ডটিতে খাদ্য ও সব ধরনের ত্রাণ প্রবেশে বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইসরায়েলে, এর ফলে অবরুদ্ধ সমুদ্র উপকূলীয় ছিটমহলটিতে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের কিছু ঘনিষ্ঠতম মিত্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানাচ্ছে। এটি ইসরায়েলের ওপর বাড়তে থাকা আন্তর্জাতিক ক্ষোভের বহিঃপ্রকাশ বলে লিখেছে রয়টার্স।

ইসরায়েল ও তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র, উভয়েই কার্নির বিবৃতি প্রত্যাখ্যান করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এই সময়ে কানাডার সরকারের এই অবস্থান পরিবর্তন হামাসের জন্য একটি পুরস্কার। এটি গাজায় অস্ত্রবিরতি অর্জনের প্রচেষ্টাকে ও জিম্মিদের মুক্তির ছককে ক্ষতিগ্রস্ত করবে।”
ফ্রান্স ও যুক্তরাজ্যের ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও প্রায় একই ধরনের মন্তব্য করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এসব ঘোষণাকে ‘হামাসকে ভুলভাবে পুরস্কৃত’ করা হিসেবে দেখেন।
সূত্র : বার্তাসংস্থা রয়টার্স / বিবিসি
আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম