০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
ফ্রান্সে এটি এবছর সবচেয়ে বড় দাবানল। ১৩ হাজার হেক্টরের বেশি এলাকা এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে লড়ছে ১৮০০’র বেশি দমকলকর্মী।

ফ্রান্সে ভয়াবহ দাবানল, একজনের মৃত্যু

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০২:৪৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে

বিমান থেকে তোলা ফ্রান্সের দাবানলের ছবি। ছবি: রয়টার্স।

 

ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দক্ষিণাঞ্চলের কিছু অংশে দাবানলের আগুন ছড়িয়ে পড়ে বয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছে। বিস্তীর্ণ এলাকার বাড়িঘর পুড়ে গেছে। পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী তার বাড়ির ভেতরেই মারা যান। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে ৭ দমকলকর্মীকে। দুইজন হাসপাতালে আছে। তাদের একজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার অড অঞ্চলে লা হদুদ গ্রামের কাছে আগুন ছড়িয়ে পড়ে। ১৩ হাজার হেক্টরের বেশি এলাকা এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। অঞ্চলটি ফ্রান্সের রাজধানী প্যারিসের চেয়েও বড়। ফ্রান্সে এটি এবছর সবচেয়ে বড় দাবানল।

আগুন নিয়ন্ত্রণে আনতে লড়ছে ১,৮০০ জনের বেশি দমকলকর্মী। মোতায়েন করা হয়েছে ৫০০টি যানবাহন। ৫ টি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, তীব্র বাতাস, শুকনো গাছ এবং প্রচণ্ড গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

জোঁকিয়ের গ্রামের মেয়র ল্য মোঁদ পত্রিকাকে জানিয়েছেন, প্রায় ৮০ শতাংশ গ্রাম আগুনে পুড়ে গেছে। চারদিকে কেবল কালো ছাই। গাছগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র এই দাবানলকে নজিরবিহীন মাত্রার বলে বর্ণনা করেছেন। অন্তত ২৫টি বাড়ি পুড়ে গেছে এবং আড়াই হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ দমকলকর্মী ও স্থানীয় প্রশাসনের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ মেনে চলা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

অঞ্চলটিতে সম্প্রতি কয়েকবছরে কম বৃষ্টিপাত ও পুরনো আঙুরক্ষেত সরিয়ে ফেলার কারণে দাবানল ছড়িয়ে পড়ার বেশি ঝুঁকি আরও বেশি বেড়েছে।

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সে এটি এবছর সবচেয়ে বড় দাবানল। ১৩ হাজার হেক্টরের বেশি এলাকা এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে লড়ছে ১৮০০’র বেশি দমকলকর্মী।

ফ্রান্সে ভয়াবহ দাবানল, একজনের মৃত্যু

আপডেট সময় ০২:৪৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

 

ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দক্ষিণাঞ্চলের কিছু অংশে দাবানলের আগুন ছড়িয়ে পড়ে বয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছে। বিস্তীর্ণ এলাকার বাড়িঘর পুড়ে গেছে। পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী তার বাড়ির ভেতরেই মারা যান। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে ৭ দমকলকর্মীকে। দুইজন হাসপাতালে আছে। তাদের একজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার অড অঞ্চলে লা হদুদ গ্রামের কাছে আগুন ছড়িয়ে পড়ে। ১৩ হাজার হেক্টরের বেশি এলাকা এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। অঞ্চলটি ফ্রান্সের রাজধানী প্যারিসের চেয়েও বড়। ফ্রান্সে এটি এবছর সবচেয়ে বড় দাবানল।

আগুন নিয়ন্ত্রণে আনতে লড়ছে ১,৮০০ জনের বেশি দমকলকর্মী। মোতায়েন করা হয়েছে ৫০০টি যানবাহন। ৫ টি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, তীব্র বাতাস, শুকনো গাছ এবং প্রচণ্ড গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

জোঁকিয়ের গ্রামের মেয়র ল্য মোঁদ পত্রিকাকে জানিয়েছেন, প্রায় ৮০ শতাংশ গ্রাম আগুনে পুড়ে গেছে। চারদিকে কেবল কালো ছাই। গাছগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র এই দাবানলকে নজিরবিহীন মাত্রার বলে বর্ণনা করেছেন। অন্তত ২৫টি বাড়ি পুড়ে গেছে এবং আড়াই হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ দমকলকর্মী ও স্থানীয় প্রশাসনের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ মেনে চলা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

অঞ্চলটিতে সম্প্রতি কয়েকবছরে কম বৃষ্টিপাত ও পুরনো আঙুরক্ষেত সরিয়ে ফেলার কারণে দাবানল ছড়িয়ে পড়ার বেশি ঝুঁকি আরও বেশি বেড়েছে।

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম