০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

বঙ্গবাজারের ব্যবসায়ীরা বুধবার থেকে ব্যবসা শুরু করতে পারবেন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:২০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • / ১০৩ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগামী বুধবার থেকে চৌকি বসিয়ে ব্যবসা শুরু করতে পারবেন।

রোববার (৯ এপ্রিল) নগর ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মেয়র তাপস বলেন, আমরা সোমবার (১০ এপ্রিল) সকাল থেকে পুরোদমে পরিষ্কার কার্যক্রম শুরু করব। যাতে আগামী ১-২ দিনের মধ্যে সেখানে ব্যবসা পরিচালনার পরিবেশ সৃষ্টি হয়।

তিনি বলেন, এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা যায়নি। আশা করছি, আগামীকালের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা সম্পন্ন হবে। এ ছাড়াও তাদের পুনর্বাসনের জন্য সকল মহল থেকেই আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। মেয়র বলেন, তহবিলে এখন পর্যন্ত ২ কোটি টাকা জমা হয়েছে। আগামী মঙ্গলবারে (১১ এপ্রিল) আমাদের করপোরেশন সভা আছে। এ বিষয়ে সেখানে আমরা সিদ্ধান্ত নেব।

আমরাও এ তহবিলে অংশগ্রহণ করব। যাতে করে ক্ষুদ্র ব্যবসায়ীরা পুনর্বাসিত হতে পারেন। পুরো ব্যবস্থাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন করে দেবে। এ সময় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, এত দ্রুত সিদ্ধান্ত পাবো আমরা আশা করি নাই। সবকিছুর জন্য আমরা খুবই আনন্দিত।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বঙ্গবাজারের ব্যবসায়ীরা বুধবার থেকে ব্যবসা শুরু করতে পারবেন

আপডেট সময় ১০:২০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগামী বুধবার থেকে চৌকি বসিয়ে ব্যবসা শুরু করতে পারবেন।

রোববার (৯ এপ্রিল) নগর ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মেয়র তাপস বলেন, আমরা সোমবার (১০ এপ্রিল) সকাল থেকে পুরোদমে পরিষ্কার কার্যক্রম শুরু করব। যাতে আগামী ১-২ দিনের মধ্যে সেখানে ব্যবসা পরিচালনার পরিবেশ সৃষ্টি হয়।

তিনি বলেন, এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা যায়নি। আশা করছি, আগামীকালের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা সম্পন্ন হবে। এ ছাড়াও তাদের পুনর্বাসনের জন্য সকল মহল থেকেই আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। মেয়র বলেন, তহবিলে এখন পর্যন্ত ২ কোটি টাকা জমা হয়েছে। আগামী মঙ্গলবারে (১১ এপ্রিল) আমাদের করপোরেশন সভা আছে। এ বিষয়ে সেখানে আমরা সিদ্ধান্ত নেব।

আমরাও এ তহবিলে অংশগ্রহণ করব। যাতে করে ক্ষুদ্র ব্যবসায়ীরা পুনর্বাসিত হতে পারেন। পুরো ব্যবস্থাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন করে দেবে। এ সময় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, এত দ্রুত সিদ্ধান্ত পাবো আমরা আশা করি নাই। সবকিছুর জন্য আমরা খুবই আনন্দিত।