বঙ্গবাজারে আগুন : পুলিশের ওপর হামলায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় ০৫:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১২১ বার পড়া হয়েছে
গুলিস্তানের বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর বংশাল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গবাজারে নেভানোর ফায়ার সার্ভিসের সদরদপ্তর ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশের ওপরেও হামলা করা হয়।
এ ঘটনায় অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের দপ্তরে ভাঙচুর ও হামলার ঘটনায় সংস্থাটির পক্ষ থেকে পৃথক একটি মামলা দায়ের করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকালে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও যোগ দেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনা হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।