‘বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে’
- আপডেট সময় ১০:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১০৭ বার পড়া হয়েছে
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ তহবিলে দেশ-বিদেশ থেকে যে কেউ অর্থ সাহায্য পাঠাতে পারবেন। শনিবার (৮ এপ্রিল) সকালে বঙ্গবাজারে এনেক্সকো টাওয়ারের পশ্চিম পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
তহবিলের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে আইএফআইসি ব্যাংকে। যার নম্বর ০২০০০৯৪০৬৬০৩১ (সঞ্চয়ী হিসাব)। হেলাল উদ্দিন বলেন, ওই তহবিলে জমা হওয়া টাকা প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার পরিদর্শনে এসে ব্যবসায়ীদের যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিয়ে বলেন, অনেকেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করতে চান। তারা ওই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এদিকে, ধ্বংসস্তূপ থাকা পোড়া টিন, লোহা, সার্টার, লোহালক্কড় বিক্রি করা হয়েছে। প্রায় ৪০ লাখ টাকায় বিক্রি করা এ অর্থ মার্কেটের মালিক সমিতির অনুমতিক্রমে ক্ষতিগ্রস্ত সব ব্যবসায়ীদের মাঝে বিলিয়ে দেওয়া হবে।
এর আগে, গত ৪ এপ্রিল সকালে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও যোগ দেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনা হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।