১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
অগাস্ট মাসের প্রথমদিন মুক্তি পাবে সিনেমাটি।

বন্ধুত্বের গল্পের সিনেমা ‘উড়াল’, এক ঝাঁক নতুন মুখ

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১১:২১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

‘উড়াল’ সিনেমার পোস্টার। ছবি: মাহফুজ মুন্নার সৌজন্যে।

 

তিন তরুণের বন্ধুত্বের গল্পে প্রেক্ষাগৃহে আসছে সিনেমা ‘উড়াল’। অগাস্ট মাসের প্রথমদিন মুক্তি পাবে সিনেমাটি।

‘উড়াল’ পরিচালনা করেছেন জোবায়দুর রহমান; প্রযোজনা করেছেন অভিনেতা শরীফ সিরাজ।

সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয়ে একদল নতুন মুখকে পাওয়া যাবে। তারা হলেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সুত্রধর, কাব্যকথা, কে এম আব্দুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফসহ অনেকে।

সিনেমাটি নিয়ে অভিনেতা মাহফুজ মুন্না গ্লিটজকে বলেন, “আমি মনে করি শুদ্ধ বন্ধুত্বের কারণে পৃথিবীটা এখনো সুন্দর। বাল্যকালের বন্ধুত্বটা ধীরে ধীরে হারিয়ে যায়। এই সিনেমায় বন্ধুর জন্য চ্যালেঞ্জ নেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, বন্ধুর প্রতি ভালোবাসা ও মর্যাদা খুঁজে পাবে দর্শক।”

সিনেমা মুক্তি ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত কলাকুশলীরা। সিনেমাটি দর্শক পছন্দ করবেন এমনটাই প্রত্যাশা এই অভিনেতার।

 

‘উড়াল’ সিনেমার পোস্টার। ছবি: মাহফুজ মুন্নার সৌজন্যে।‘উড়াল’ সিনেমার পোস্টার। ছবি: মাহফুজ মুন্নার সৌজন্যে।

 

নির্মাতা জোবায়দুর রহমান বলেছেন, চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পর তিনি নতুনদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন।

অভিনয়শিল্পীদের কাজ নিয়ে রহমান বলেন, “আমাদের বাজেটের সীমাবদ্ধতা ছিল। শুটিংয়ে বিলাসিতার কোনো সুযোগ ছিল না। তবে, সবার মধ্যেই ভালো করার আগ্রহ কাজ করেছে। সবার সহযোগিতায় আমরা একটি ভালো কাজের চেষ্টা করেছি। এবার দর্শকের প্রতিক্রিয়া দেখার পালা।”

‘উড়াল’ সিনেমার শুটিং হয় ২০২৩ সালে। উত্তরবঙ্গের সৈয়দপুর ও পার্বতীপুর, নড়াইলে দৃশ্যধারণের কাজ করেছে সিনেমার টিম।

‘উড়ালের’ চিত্রনাট্য লিখেছেন আবদুল হালিম প্রামাণিক।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

অগাস্ট মাসের প্রথমদিন মুক্তি পাবে সিনেমাটি।

বন্ধুত্বের গল্পের সিনেমা ‘উড়াল’, এক ঝাঁক নতুন মুখ

আপডেট সময় ১১:২১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

 

তিন তরুণের বন্ধুত্বের গল্পে প্রেক্ষাগৃহে আসছে সিনেমা ‘উড়াল’। অগাস্ট মাসের প্রথমদিন মুক্তি পাবে সিনেমাটি।

‘উড়াল’ পরিচালনা করেছেন জোবায়দুর রহমান; প্রযোজনা করেছেন অভিনেতা শরীফ সিরাজ।

সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয়ে একদল নতুন মুখকে পাওয়া যাবে। তারা হলেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সুত্রধর, কাব্যকথা, কে এম আব্দুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফসহ অনেকে।

সিনেমাটি নিয়ে অভিনেতা মাহফুজ মুন্না গ্লিটজকে বলেন, “আমি মনে করি শুদ্ধ বন্ধুত্বের কারণে পৃথিবীটা এখনো সুন্দর। বাল্যকালের বন্ধুত্বটা ধীরে ধীরে হারিয়ে যায়। এই সিনেমায় বন্ধুর জন্য চ্যালেঞ্জ নেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, বন্ধুর প্রতি ভালোবাসা ও মর্যাদা খুঁজে পাবে দর্শক।”

সিনেমা মুক্তি ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত কলাকুশলীরা। সিনেমাটি দর্শক পছন্দ করবেন এমনটাই প্রত্যাশা এই অভিনেতার।

 

‘উড়াল’ সিনেমার পোস্টার। ছবি: মাহফুজ মুন্নার সৌজন্যে।‘উড়াল’ সিনেমার পোস্টার। ছবি: মাহফুজ মুন্নার সৌজন্যে।

 

নির্মাতা জোবায়দুর রহমান বলেছেন, চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পর তিনি নতুনদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন।

অভিনয়শিল্পীদের কাজ নিয়ে রহমান বলেন, “আমাদের বাজেটের সীমাবদ্ধতা ছিল। শুটিংয়ে বিলাসিতার কোনো সুযোগ ছিল না। তবে, সবার মধ্যেই ভালো করার আগ্রহ কাজ করেছে। সবার সহযোগিতায় আমরা একটি ভালো কাজের চেষ্টা করেছি। এবার দর্শকের প্রতিক্রিয়া দেখার পালা।”

‘উড়াল’ সিনেমার শুটিং হয় ২০২৩ সালে। উত্তরবঙ্গের সৈয়দপুর ও পার্বতীপুর, নড়াইলে দৃশ্যধারণের কাজ করেছে সিনেমার টিম।

‘উড়ালের’ চিত্রনাট্য লিখেছেন আবদুল হালিম প্রামাণিক।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম