এ ঘটনায় আহত দুইজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বরিশালে জমির বিরোধে হাত-পা বিচ্ছিন্ন করে কৃষককে হত্যা

- আপডেট সময় ০১:৩০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে

জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের মুলাদী উপজেলার এক কৃষককে কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাতিজা ও এক নারী।
জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের মুলাদী উপজেলার এক কৃষককে কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাতিজা ও এক নারী।
শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর (কাঠেরপুল) গ্রামের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসি মো. সফিকুল ইসলাম।
নিহত বাবুল বেপারী (৫৫) ওই গ্রামের প্রয়াত গহর আলী বেপারীর ছেলে।
আহতরা হলেন- নিহত বাবুল বেপারীর ভাতিজা আলীম বেপারী এবং একই বাড়ির ফেরদৌস বেপারীর স্ত্রী রেশমা বেগম। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি সফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে চরের জমি নিয়ে স্থানীয় করিম মল্লিকের পরিবারের সঙ্গে বাবুল বেপারীর পরিবারের বিরোধ চলে আসছিলো। শুক্রবার বিকালে কাঠের পুলে দাঁড়িয়ে ছিলেন আলিম বেপারী।
“এ সময় প্রতিপক্ষ করিম মল্লিক ও তার লোকজন দেশি অস্ত্র নিয়ে আলীম বেপারীর ওপর হামলা চালায়। তাকে উদ্ধার করতে গিয়ে বাবুল বেপারী ও রেশমাসহ কয়েকজনকে আহত হন। আহতদের মধ্যে বাবুল বেপারী মারা গেছেন।”
ওসি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাকি দুইজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আহত আলীম বেপারী সাংবাদিকদের বলেন, তার চাচাসহ তিনি ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ কর্মী করিম মল্লিক তাদের বাড়িঘর জ্বালিয়ে দেন।
সেই ঘটনায় করিম মল্লিকসহ ১০ জনকে আসামি করে মামলা করা হলে বিরোধ শুরু হয়। এ ছাড়া উপজেলার দড়িচরলক্ষ্মীপুর এলাকায় একটি জমি নিয়ে করিম মল্লিক ও তার লোকজনের সঙ্গে তাদের বিরোধ রয়েছে।
এসব ঘটনাকে কেন্দ্র করে তাদের ওপর মামলা হয়েছে বলে দাবি আলীম বেপারীর।
তবে রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেছেন ওসি সফিকুল ইসলাম।
এ বিষয়ে করিম মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি; তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
বরিশাল প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম