“লাশ কবরে নামানোর সময় পাশে থাকা বৈদ্যুতিক তারে সঙ্গে স্টিলের তৈরি খাটিয়া স্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় চারজন,” বলেন ওসি।
বরিশালে দাফনের সময় বিদ্যুতস্পৃষ্টে দুজনের মৃত্যু

- আপডেট সময় ০১:৩২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় লাশ দাফনের সময় বিদ্যুতস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুজন আহতও হয়েছেন।
মারা যাওয়া দুই ব্যক্তি হলেন- পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও চান্দু সিকদারের ছেলে ফিরোজ সিকদার (২০)।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ওই গ্রামে আনিচ হাওলাদার (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আছরের নামাজের পর দাফনের জন্য তার লাশ কবরস্থানে নেওয়া হয়। লাশ কবরে নামানোর সময় পাশে থাকা বৈদ্যুতিক তারে সঙ্গে স্টিলের তৈরি খাটিয়া স্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় চারজন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বরিশাল প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম