বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান, এবার তবে সুতি পোশাককে দিতে হবে ছাড়।
বর্ষার ফ্যাশনে স্টাইল আর আরাম

- আপডেট সময় ০৪:১৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে
বর্ষা মানেই এক পশলা বৃষ্টি, স্নিগ্ধতা। আবার বিপরীত দৃশ্য হল কাদা, ভেজা জামা আর অস্বস্তিকর পরিস্থিতি।
তাই এই মৌসুমে ফ্যাশন মানেই শুধু স্টাইল নয় বরং আরাম ও বাস্তবতাকেও গুরুত্ব দিতে হয়।
বর্ষাকালের ফ্যাশনে এমন পোশাক বেছে নেওয়া উচিত যা সহজে শুকিয়ে যায়, ভিজে গেলে ভারী লাগে না, আবার দেখতে ট্রেন্ডি ও আকর্ষণীয়ও হয়।
হালকা কাপড়ের দিকেই ঝোঁক
“বর্ষাকালে সুতির কাপড় একটু বেশি সময় নেয় শুকাতে। তাই এই সময় সিনথেটিক, নাইলন বা পলিয়েস্টারের মতো দ্রুত শুকানো যায় এমন কাপড় বেছে নেওয়া ভালো। জর্জেট, শিফন বা রেয়ন কাপড়ও বর্ষার জন্য চমৎকার। এগুলো হালকা, দেহে লেপটে থাকে না এবং সহজে পরিষ্কার করা যায়” বলেন পোশাক-নকশাকার ও ফ্যাশন হাউস বিবিয়ানার স্বত্বাধিকারী লিপি খন্দকার।
গাঢ় রংয়েই বর্ষার মেজাজ
বৃষ্টির দিনে হালকা রংয়ে জামাকাপড়ে দাগ লেগে গেলে পরিষ্কার করা কষ্টকর হয়। তাই গাঢ় নীল, কালো, মেরুন, বটল গ্রিন, বাদামি কিংবা চকলেট রং বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
তবুও কেউ যদি উজ্জ্বলতা পছন্দ করেন তাহলে ফ্লোরাল প্রিন্ট, গাঢ় ব্যাকগ্রাউন্ডে উজ্জ্বল মোটিফ বা প্যাটার্নযুক্ত জামা পরা যেতে পারে- পরামর্শ দেন লিপি খন্দকার।
শর্ট আর স্টাইলিশ
বর্ষাকালে লম্বা পোশাক পরলে সহজেই ভিজে কাদা মাখা হয়ে যায়। তাই এই সময় শর্ট কুর্তি, টিউনিক, ক্যাপ্রি, স্কার্ট বা হাঁটুর ওপরে লম্বা জামা পরা সুবিধাজনক।
এমনকি স্টাইলিশ শর্ট ড্রেস বা জাম্পস্যুটও হতে পারে ভালো একটি বিকল্প।

প্যান্টের বদলে পালাজ্জো নয়
“যদিও পালাজ্জো এখন খুব ট্রেন্ডি। তবে বর্ষায় এটি এড়িয়ে চলাই ভালো। কারণ তা সহজেই কাদা বা পানিতে ভিজে যায় এবং ভারী হয়ে পড়ে”- বলেন লিপি খন্দকার
এর বদলে পেগড প্যান্ট, কুলটস বা স্ট্রেইট কাট প্যান্ট বেছে নিতে পারেন- পরামর্শ দেন এই ফ্যাশন ডিজাইনার।
লেয়ারিং নয়, সাধারণ লুক
বর্ষাকালে একাধিক জামা পরলে তা আরও অস্বস্তিকর হয়ে ওঠে। তাই জ্যাকেট, শ্রাগ, বা বহুস্তর-যুক্ত জামা এড়িয়ে চলাই ভালো।
‘একপিস’ বা ‘মিনিমাল’ ডিজাইনের জামা বেশি আরামদায়ক ও উপযোগী।
ওভারসাইজ নয়, স্লিম ফিট যথাযথ
ভেজা জামা যদি ওভারসাইজ হয়, তবে তা আরও ভারী দেখায়। তাই বর্ষায় ‘ফিট’ ছাঁটের পোশাক বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। এতে স্টাইলও বজায় থাকে, আর গায়েও এঁটে থাকে না।
ডেনিম নয়, হালকা ট্রাউজার
অনেকেই সারা বছর ডেনিম পরতে পছন্দ করেন। তবে ভেজা ডেনিম দ্রুত শুকায় না এবং ভারী হয়ে যায়।
তাই বর্ষায় ডেনিম ট্রাউজার বা জিনস এড়িয়ে হালকা ওজনদার সিনথেটিক ট্রাউজার বা কটনকে বিকল্প হিসেবে নেওয়া উচিত। যা সহজে শুকায় ও আরামদায়ক থাকে।

মোনোক্রোম লুকের ট্রেন্ড
এক রঙা পোশাক বা ‘মোনোক্রোম স্টাইল’ বর্ষায় দেখতে বেশ ঝকঝকে লাগে। গাঢ় রংয়ের একরঙা কুর্তি আর মিল করে স্কার্ট, প্যান্ট বা সালোয়ার পরলে বর্ষায় একদিকে যেমন পানি ছাপ লেগে থাকার ভয় কমে, অন্যদিকে তৈরি হয় এক ধরনের পরিশীলিত সাজ।
হ্যান্ডস-ফ্রি এবং স্লিম সাইড স্লিট
হ্যান্ডস-ফ্রি বলতে সাধারণত বোঝানো হয় এমন পোশাক যেটি পরতে বা খুলতে অতিরিক্ত জটিলতা নেই।
বর্ষাকালে জামার নিচে ‘স্লিম সাইড স্লিট’ থাকলে হাঁটাচলায় সুবিধা হয় এবং সহজে কাদা লাগার আশঙ্কা কমে। আবার এই ছোট ডিজাইন উপাদান- দেখতে বেশ আধুনিক ও স্টাইলিশও।
লাইফস্টাইল ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম