১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
সুইফটের কথায়, ‘জীবন এখন অনেক বেশি প্রাণবন্ত।’

বাগদান সারলেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৫:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ৩৩ বার পড়া হয়েছে

বাগদান সেরেছেন যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফট; ন্যাশনাল ফুটবল লিগ খেলোয়াড় কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসিকে বিয়ে করতে চলেছেন তিনি।

 

বাগদান সেরেছেন যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফট; ন্যাশনাল ফুটবল লিগ খেলোয়াড় কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসিকে বিয়ে করতে চলেছেন তিনি।

বিবিসি লিখেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে একটি পোস্টে এই সুখবর দিয়েছেন সুইফট ও কেলসি।

সুইফটকে কেলসের প্রস্তাব দেওয়ার কয়েকটি ছবির সঙ্গে ওই পোস্টে তারা লিখেছেন, “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।”

ছবিতে দেখা গেছে, গোলাপি ও সাদা ফুলে ছেয়ে যাওয়া বাগানে কেলসি হাঁটু গেড়ে বসে সুইফটকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন।

 

 

আরেকটি ছবিতে সুইফটের বাম হাতের অনামিকায় ব একটি হীরার আংটি ঝলমল করছে। এই পোস্টের ব্যাকগ্রাউন্ডে বাজছে সুইফটের গান ‘সো হাই স্কুল’।

পপ তারকার বাগদানের এই পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে গেছে। তবে তারা বিয়ের তারিখ এখনো জানাননি।

সুইফট ও কেলসির প্রণয়পর্ব চলছে দুই বছর ধরে। ২০২৩ সালে অ্যারোহেড স্টেডিয়ামে সুইফট পারফর্ম করার পর তাদের প্রেম শুরু হয়। তবে ওই কনসার্টে সুইফটের সঙ্গে কথা বলার সুযোগ পাননি কেলসি। এই নিয়ে আক্ষেপও আছে তার।

কেলসি সেই আক্ষেপের কথা ওই সময় জানিয়েছিলেন এক অনুষ্ঠানে। সেখানে তিনি বলেছিলেন, “কথা তো হলই না, অন্তত তাকে আমার ফোন নম্বরটা দিতে না পারায় আমার মন খারাপ হয়েছিল।”

কেলসির এই কথা শুনে হৃদয় আদ্র হয়েছিল বলে জানিয়েছেন সুইফট। এমন আর এরপর থেকেই দুজনের যোগাযোগ শুরু হয়।

২০২৩ সালের ডিসেম্বরে এক টেলিভিশন অনুষ্ঠানে প্রেমের কথা নিজেই স্বীকার করেন সুইফট।

এদিকে কিছুদিন আগে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নামের সুইফটের ১২তম স্টুডিও অ্যালবামের ঘোষণা এসেছে। যা প্রকাশ হবে অক্টোবরের ৩ তারিখে।

সুইফট জানিয়েছেন, এবারকার গানগুলো হবে অনেক বেশি উচ্ছল ও ইতিবাচক।

তার কথায়, ‘জীবন এখন অনেক বেশি প্রাণবন্ত।’

 

 

রেকর্ড গড়া দ্য ইরাস ট্যুরের পর গান থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন সুইফট। ইরাস ট্যুর শেষ হয় ২০২৪ সালের ডিসেম্বরে। ওই ট্যুরে ৫৩টি শহরে ১৪৯টি শো করেছেন সুইফট।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

সুইফটের কথায়, ‘জীবন এখন অনেক বেশি প্রাণবন্ত।’

বাগদান সারলেন টেইলর সুইফট

আপডেট সময় ০৫:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

 

বাগদান সেরেছেন যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফট; ন্যাশনাল ফুটবল লিগ খেলোয়াড় কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসিকে বিয়ে করতে চলেছেন তিনি।

বিবিসি লিখেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে একটি পোস্টে এই সুখবর দিয়েছেন সুইফট ও কেলসি।

সুইফটকে কেলসের প্রস্তাব দেওয়ার কয়েকটি ছবির সঙ্গে ওই পোস্টে তারা লিখেছেন, “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।”

ছবিতে দেখা গেছে, গোলাপি ও সাদা ফুলে ছেয়ে যাওয়া বাগানে কেলসি হাঁটু গেড়ে বসে সুইফটকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন।

 

 

আরেকটি ছবিতে সুইফটের বাম হাতের অনামিকায় ব একটি হীরার আংটি ঝলমল করছে। এই পোস্টের ব্যাকগ্রাউন্ডে বাজছে সুইফটের গান ‘সো হাই স্কুল’।

পপ তারকার বাগদানের এই পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে গেছে। তবে তারা বিয়ের তারিখ এখনো জানাননি।

সুইফট ও কেলসির প্রণয়পর্ব চলছে দুই বছর ধরে। ২০২৩ সালে অ্যারোহেড স্টেডিয়ামে সুইফট পারফর্ম করার পর তাদের প্রেম শুরু হয়। তবে ওই কনসার্টে সুইফটের সঙ্গে কথা বলার সুযোগ পাননি কেলসি। এই নিয়ে আক্ষেপও আছে তার।

কেলসি সেই আক্ষেপের কথা ওই সময় জানিয়েছিলেন এক অনুষ্ঠানে। সেখানে তিনি বলেছিলেন, “কথা তো হলই না, অন্তত তাকে আমার ফোন নম্বরটা দিতে না পারায় আমার মন খারাপ হয়েছিল।”

কেলসির এই কথা শুনে হৃদয় আদ্র হয়েছিল বলে জানিয়েছেন সুইফট। এমন আর এরপর থেকেই দুজনের যোগাযোগ শুরু হয়।

২০২৩ সালের ডিসেম্বরে এক টেলিভিশন অনুষ্ঠানে প্রেমের কথা নিজেই স্বীকার করেন সুইফট।

এদিকে কিছুদিন আগে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নামের সুইফটের ১২তম স্টুডিও অ্যালবামের ঘোষণা এসেছে। যা প্রকাশ হবে অক্টোবরের ৩ তারিখে।

সুইফট জানিয়েছেন, এবারকার গানগুলো হবে অনেক বেশি উচ্ছল ও ইতিবাচক।

তার কথায়, ‘জীবন এখন অনেক বেশি প্রাণবন্ত।’

 

 

রেকর্ড গড়া দ্য ইরাস ট্যুরের পর গান থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন সুইফট। ইরাস ট্যুর শেষ হয় ২০২৪ সালের ডিসেম্বরে। ওই ট্যুরে ৫৩টি শহরে ১৪৯টি শো করেছেন সুইফট।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম