১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
শিরোনাম
বাজেট অধিবেশন ৩১ মে
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১০:২২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ৯৮ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৩১ মে শুরু হবে। ওইদিন বিকেল ৫টায় সংসদের অধিবেশন বসবে। এ অধিবেশনেই আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ ও পাস হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে রোববার (১৪ মে) এ অধিবেশন আহ্বান করেছেন।
একাদশ জাতীয় সংসদের ২৩তম এ অধিবেশনে ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ হতে পারে বলে সংসদ সচিবালয় জানিয়েছে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, জুন মাসের শেষ দিকে কোরবানির ঈদ থাকায় এ বছর অন্যান্য বছরের তুলনায় কিছুটা আগেভাগে বাজেট পাস হতে পারে। এ বছরের বাজেটও কিছুটা আগেভাগে পেশ করা হবে।
একই ধারায় আগামী ২৫ জুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হতে পারে। তবে সংসদ অধিবেশন শুরুর দিন বিকেল ৪টায় অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
ট্যাগস