রাতুল ছিলেন জসিমের দ্বিতীয় সন্তান।
বাবা চিত্রনায়ক জসিমের কবরেই চিরনিদ্রায় ছেলে রাতুল

- আপডেট সময় ১২:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
চিত্রনায়ক বাবা জসিমের কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল।
সোমবার সকালে রাতুলকে রাজধানীর বনানী কবরস্থানে তার বাবার কবরে সমাহিত করা হয়েছে বলে বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটু। রাতুল অর্থহীন ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।
এ সময় পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগীতঙ্গনের অনেকে।
ব্যায়ামাগারে ‘জিম করার সময়ে’ রোববার ২৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হন রাতুল। তাকে প্রথমে সেখান থেকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। পরে লুবানা হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা রাতুলকে মৃত ঘোষণা করেন।

১৯৯৮ সালে ৪৮ বছরে মারা যান ঢাকাই সিনেমার খলনায়ক হিসেবে পর্দা কাঁপানো নায়ক জসিম। তার তিন ছেলে-সানী, রাতুল ও রাহুল। তাদের মধ্যে রাতুল ছিলেন দ্বিতীয় সন্তান।
রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে ২০১৪ সালে। তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তি পায়। এরপর ব্যান্ডটি জনপ্রিয়তা পেতে শুরু করে।
কেবল গায়ক নয়, রক সংগীতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন রাতুল। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার ভূমিকা রয়েছে।
রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেন। তিনি অর্থহীন ব্যান্ডের ‘ফিনিক্সের ডায়েরি’ অ্যালবামের সাউন্ডের কাজ করেছেন।
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম