বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নারীসহ নিহত ৩

- আপডেট সময় ০৯:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ১১৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত দুজন। সোমবার (১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা জোড়াব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষ্মীরহাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), তার ভাই মোস্তাফিজুর রহমানের স্ত্রী রানু আক্তার (২২) ও একই এলাকার আব্দুল বাতেন (৪০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার অ্যাম্বুলেন্স চালক লাল মিয়া (৪৫)।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, বিকেলে ঢাকা থেকে বগুড়াগামি একটি বাস ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা জোড়াব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সযাত্রী এক নারীসহ দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার ব্রিগেড ঘটনাস্থল থেকে তিনজনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।