০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
এ আয়োজনে অভিভাবকরা উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

বিইউবিটি ক্যাম্পাসে ‘প্যারেন্টস ডে’

নিঝুম আহমেদ - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ৪৬ বার পড়া হয়েছে

 

শিক্ষাগত অগ্রগতি, ব্যক্তিগত উন্নয়ন এবং ক্যাম্পাসের সুযোগ-সুবিধা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) প্যারেন্টস ডে উদযাপিত হয়েছে।

রোববার বিইউবিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিইউবিটি ক্যাম্পাসে এ দিনটি উদযাপন করা হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অভিভাবকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তারা উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অভিভাবকরা এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেছেন, এ আয়োজনের মাধ্যমে তারা তাদের সন্তানদের শিক্ষাগত অগ্রগতি, ব্যক্তিগত উন্নয়ন এবং ক্যাম্পাসের সুযোগ-সুবিধা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেছেন।

“অনেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সরাসরি মতামত বিনিময় এবং প্রতিক্রিয়া জানানোর সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করার পরামর্শ দেন।”

বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী বলেন, “প্যারেন্টস ডে বিশ্ববিদ্যালয় ও পরিবারের মধ্যে একটি দৃঢ় সেতুবন্ধন তৈরি করেছে, যা খোলামেলা সংলাপ ও পারস্পরিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করবে। অভিভাবকদের সক্রিয় সম্পৃক্ততা শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ও একাডেমিক ও পেশাগত সাফল্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক অফিসগুলো অভিভাবকদের জন্য উন্মুক্ত রাখা হয়, যাতে তারা সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিতে পারেন।

 

 

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

এ আয়োজনে অভিভাবকরা উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

বিইউবিটি ক্যাম্পাসে ‘প্যারেন্টস ডে’

আপডেট সময় ০১:০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

 

শিক্ষাগত অগ্রগতি, ব্যক্তিগত উন্নয়ন এবং ক্যাম্পাসের সুযোগ-সুবিধা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) প্যারেন্টস ডে উদযাপিত হয়েছে।

রোববার বিইউবিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিইউবিটি ক্যাম্পাসে এ দিনটি উদযাপন করা হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অভিভাবকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তারা উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অভিভাবকরা এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেছেন, এ আয়োজনের মাধ্যমে তারা তাদের সন্তানদের শিক্ষাগত অগ্রগতি, ব্যক্তিগত উন্নয়ন এবং ক্যাম্পাসের সুযোগ-সুবিধা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেছেন।

“অনেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সরাসরি মতামত বিনিময় এবং প্রতিক্রিয়া জানানোর সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করার পরামর্শ দেন।”

বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী বলেন, “প্যারেন্টস ডে বিশ্ববিদ্যালয় ও পরিবারের মধ্যে একটি দৃঢ় সেতুবন্ধন তৈরি করেছে, যা খোলামেলা সংলাপ ও পারস্পরিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করবে। অভিভাবকদের সক্রিয় সম্পৃক্ততা শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ও একাডেমিক ও পেশাগত সাফল্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক অফিসগুলো অভিভাবকদের জন্য উন্মুক্ত রাখা হয়, যাতে তারা সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিতে পারেন।

 

 

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম