বাংলাদেশের শিল্প ও নিরাপত্তা খাতে এক নতুন যুগের সূচনা হলো। রাজধানীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এ উদ্বোধন করা হলো ন্যাশনাল হালাল ল্যাবরেটরি ও দেশের প্রথম ও একমাত্র হেলমেট টেস্টিং ল্যাবরেটরি। সোমবার (১৪ জুলাই) শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এই দুটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে শিল্প উপদেষ্টা বলেন, শিল্পখাতকে বহুমাত্রিকভাবে শক্তিশালী করার অংশ হিসেবে অত্যাধুনিক হালাল ল্যাবরেটরি স্থাপন একটি সময়োপযোগী পদক্ষেপ। এটি রপ্তানি বাজারে বাংলাদেশের সক্ষমতা বাড়াবে এবং হালাল পণ্যের বৈশ্বিক চাহিদাকে কাজে লাগাতে সহায়ক হবে।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিশ্বব্যাপী হালাল পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। বিএসটিআই-তে হালাল সার্টিফিকেশন ও ল্যাবরেটরি স্থাপন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও মজবুত করবে। পাশাপাশি হেলমেট ব্যবহারের পূর্বে বিএসটিআই-এর লোগো ও কিউআর কোড যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
হেলমেট পরীক্ষার বিষয়ে সচিব আরও বলেন, বিএসটিআই-এর বাধ্যতামূলক পণ্যের তালিকায় হেলমেট রয়েছে, কিন্তু মান যাচাইয়ের জন্য এতদিন নিজস্ব ল্যাব ছিল না। এখন বিশ্বমানের পরীক্ষণ যন্ত্রপাতির মাধ্যমে দেশেই উৎপাদিত ও আমদানি করা হেলমেটের মান যাচাই করা যাবে, যা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে কার্যকর ভূমিকা রাখবে।