০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

বিকেএসপিতে মোহামেডানের হয়ে খেলতে নামছেন সাকিব

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:১৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / ১০৮ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের কারণে আইপিএলে শুরু থেকে খেলার অনুমতি পাননি সাকিব আল হাসান। তাই কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় এবারের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এরই মধ্যে তার বদলে ইংল্যান্ডের জেসন রয়কে দলে টেনেও নিয়েছে কলকাতা।

গতকাল মিরপুর স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে টেস্টে ৭ উইকেটে জয়লাভ করেছে টাইগাররা। এখন সাকিব যেহেতু আইপিএল খেলবেন না, তাহলে এই সময়ে কি পরিবারের সান্নিধ্য পেতে এখনই যুক্তরাষ্ট্র চলে যাবেন, নাকি ঢাকা মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে সামনের খেলাগুলোয় অংশ নেবেন? মোহামেডান কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে জানা গেছে, শনিবার (আজ) ডিপিএলে সিটি ক্লাবের বিপক্ষে খেলবেন সাকিব।

এজন্য আইরিশদের সাথে টেস্ট জিতে বাসায় গিয়েই ক্লাব কর্তাদের কাছ থেকে প্রিমিয়ার লিগের ফিকশ্চার নিয়েছেন তিনি। লিগে সামনের কটি ম্যাচ খেলার কথাও নাকি দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ (৮ এপ্রিল) সাভারে বিকেএসপিতে ৮ নম্বর ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে মাঠে নামছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। এখনও লিগে রেলিগেশন মুক্ত নয় সাদা কালো শিবির। এবারের ডিপিএলে এখন পর্যন্ত ৭ খেলায় ২ জয়, ৪ পরাজয় আর ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দলটির পয়েন্ট ৫।

এদিকে ঢাকা টেস্ট খেলা মেহেদি হাসান মিরাজ ও পেসার খালেদ আহমেদও আজ মোহামেডানের হয়ে মাঠে নামবেন। জাতীয় দলের অ্যাসাইনমেন্টের ফাঁকে ডিপিএলে মোহামেডানের ৬ নম্বর ম্যাচে খেলেছিলেন সাকিব-মিরাজরা। শেখ জামালের সাথে সে ম্যাচেই এবারের লিগে প্রথম জয়ের মুখ দেখে মোহামেডান।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বিকেএসপিতে মোহামেডানের হয়ে খেলতে নামছেন সাকিব

আপডেট সময় ১০:১৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের কারণে আইপিএলে শুরু থেকে খেলার অনুমতি পাননি সাকিব আল হাসান। তাই কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় এবারের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এরই মধ্যে তার বদলে ইংল্যান্ডের জেসন রয়কে দলে টেনেও নিয়েছে কলকাতা।

গতকাল মিরপুর স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে টেস্টে ৭ উইকেটে জয়লাভ করেছে টাইগাররা। এখন সাকিব যেহেতু আইপিএল খেলবেন না, তাহলে এই সময়ে কি পরিবারের সান্নিধ্য পেতে এখনই যুক্তরাষ্ট্র চলে যাবেন, নাকি ঢাকা মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে সামনের খেলাগুলোয় অংশ নেবেন? মোহামেডান কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে জানা গেছে, শনিবার (আজ) ডিপিএলে সিটি ক্লাবের বিপক্ষে খেলবেন সাকিব।

এজন্য আইরিশদের সাথে টেস্ট জিতে বাসায় গিয়েই ক্লাব কর্তাদের কাছ থেকে প্রিমিয়ার লিগের ফিকশ্চার নিয়েছেন তিনি। লিগে সামনের কটি ম্যাচ খেলার কথাও নাকি দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ (৮ এপ্রিল) সাভারে বিকেএসপিতে ৮ নম্বর ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে মাঠে নামছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। এখনও লিগে রেলিগেশন মুক্ত নয় সাদা কালো শিবির। এবারের ডিপিএলে এখন পর্যন্ত ৭ খেলায় ২ জয়, ৪ পরাজয় আর ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দলটির পয়েন্ট ৫।

এদিকে ঢাকা টেস্ট খেলা মেহেদি হাসান মিরাজ ও পেসার খালেদ আহমেদও আজ মোহামেডানের হয়ে মাঠে নামবেন। জাতীয় দলের অ্যাসাইনমেন্টের ফাঁকে ডিপিএলে মোহামেডানের ৬ নম্বর ম্যাচে খেলেছিলেন সাকিব-মিরাজরা। শেখ জামালের সাথে সে ম্যাচেই এবারের লিগে প্রথম জয়ের মুখ দেখে মোহামেডান।