০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
পাঁচ ক্ষেত্রে কাগুজে রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়েছে।

বিদেশিদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়

নিঝুম আহমেদ - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৫:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ৪৪ বার পড়া হয়েছে

যেসব বিদেশি বাংলাদেশে কর্মরত আছেন, তাদের আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

যেসব বিদেশি বাংলাদেশে কর্মরত আছেন, তাদের আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার সংস্থাটির এক বিশেষ আদেশে ২০২৫-২০২৬ করবর্ষে পাঁচক্ষেত্রে কাগুজে রিটার্ন দাখিলের সুযোগ রাখার কথা বলা হয়েছে।

বাংলাদেশে কর্মরত বিদেশি ছাড়াও আর যাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই, তারা হলেন-৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতা; শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা; বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি। তবে চাইলে তারাও অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবে।

এর আগে গত ৩ অগাস্ট এক আদেশে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করে এনবিআর।

সংস্থাটি গত করবর্ষে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছিল। তাছাড়া তফশিলি ব্যাংকের কর্মী এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশসহ সব মোবাইল অপারেটরের কর্মীদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছিল।

বিদায়ী ২০২৪-২৫ করবর্ষে ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন। এখন পর্যন্ত ১ কোটি ১২ লাখের মত মানুষের ইলেক্ট্রনিক কর শনাক্তকরণ নম্বর বা ই-টিআইএন নিবন্ধন রয়েছে।

 

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

পাঁচ ক্ষেত্রে কাগুজে রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়েছে।

বিদেশিদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়

আপডেট সময় ০৫:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

 

যেসব বিদেশি বাংলাদেশে কর্মরত আছেন, তাদের আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার সংস্থাটির এক বিশেষ আদেশে ২০২৫-২০২৬ করবর্ষে পাঁচক্ষেত্রে কাগুজে রিটার্ন দাখিলের সুযোগ রাখার কথা বলা হয়েছে।

বাংলাদেশে কর্মরত বিদেশি ছাড়াও আর যাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই, তারা হলেন-৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতা; শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা; বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি। তবে চাইলে তারাও অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবে।

এর আগে গত ৩ অগাস্ট এক আদেশে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করে এনবিআর।

সংস্থাটি গত করবর্ষে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছিল। তাছাড়া তফশিলি ব্যাংকের কর্মী এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশসহ সব মোবাইল অপারেটরের কর্মীদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছিল।

বিদায়ী ২০২৪-২৫ করবর্ষে ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন। এখন পর্যন্ত ১ কোটি ১২ লাখের মত মানুষের ইলেক্ট্রনিক কর শনাক্তকরণ নম্বর বা ই-টিআইএন নিবন্ধন রয়েছে।

 

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম