বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ

- আপডেট সময় ১১:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ১৬৮ বার পড়া হয়েছে
বরিস জনসনের ঋণ চুক্তি ইস্যুতে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন। এক তদন্ত প্রতিবেদনে তার এই অনিয়মের বিষয়টি উঠে আসায় শুক্রবার (২৮ এপ্রিল) পদত্যাগের ঘোষণা দেন তিনি।
তদন্তে উঠে এসেছে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য দশ লাখ ডলার ঋণ ব্যবস্থা করার ক্ষেত্রে মধ্যস্থতাকারী ছিলেন বিবিসি চেয়ারম্যান। অভিযোগ রয়েছে, সেই ঋণ পাওয়ার পরেই দ্রুত বিবিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হন রিচার্ড।
বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার জমা দেওয়া পদত্যাগপত্রে এই অভিযোগ একরকম স্বীকারও করে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অব্যাহতিপত্রে তিনি বলেছেন, সচেতনভাবে এই অনিয়ম তিনি করেননি। এটি ছিল একটি ‘অনিচ্ছাকৃত ভুল’।
সাবেক ব্যাংকার শার্প ২০২১ সালে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর কয়েক সপ্তাহ আগে বরিসের একটি ঋণ পাওয়ার ব্যাপারে মধ্যস্থতা করেছিলেন শার্প। এ বিষয়ে মুখ খোলেননি বরিস জনসন।