০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫
“ঐক্য ছাড়া আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, শহীদরা যে বাংলাদেশ চেয়েছিল, তা সম্ভব নয়।”

বিভাজনের রাজনীতি দিয়ে শহীদের মর্যাদা রক্ষা সম্ভব নয়: মেয়র শাহাদাত

নিঝুম আহমেদ - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০২:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ৩৬ বার পড়া হয়েছে

 

জুলাই শহীদদের আত্মত্যাগের আদর্শই গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার লড়াইয়ে পথ দেখাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, “জুলাই আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগের আদর্শই আমাদের পথ দেখাবে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার লড়াইয়ে।

“আমরা অনেকবার অভ্যুত্থান দিবস পালন করেছি, আর নয়। এবার আমাদের স্বপ্ন- একটি দুর্নীতিমুক্ত, মৌলিক অধিকার ও গণতন্ত্র সম্পন্ন বাংলাদেশ বাস্তবায়ন করতেই হবে।”

মঙ্গলবার সকালে নগরীর দামপাড়ায় গরীবুল্লাহ শাহ মাজারে জুলাই শহীদ মোহাম্মদ আলমের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

মেয়র শাহাদাত বলেন, “আজকের দিন আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্রের জন্য জীবন দেওয়া শহীদদের ঋণ শোধে আমরা কতটা ব্যর্থ। সেই ব্যর্থতা কাটাতে হলে বিভাজন ভুলে জাতীয় ঐক্যের পতাকাতলে সবাইকে সমবেত হতে হবে।

“৫ আগস্ট আমাদের জন্য আনন্দেরও, বেদনারও। আনন্দ এই জন্য যে, আজকের প্রজন্ম শহীদদের রক্তের ঋণ মনে রেখেছে। কিন্তু বেদনার এই যে, শহীদদের পরিবার আজও কান্নায় ভাসে। তাদের সন্তান, ভাই, আত্মীয় হারানোর শোক আজও মুছে যায়নি। এই শোক আমাদের আনন্দকে ম্লান করে দেয়।”

তিনি বলেন, “আমরা শহীদদের স্মৃতি বুকে ধারণ করে বলতে চাই- বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, মৌলিক অধিকারসমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য ঐক্যই আমাদের একমাত্র শক্তি। বিভাজন আর অনৈক্যের রাজনীতি দিয়ে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রাখা যাবে না।

“গত ১৬ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ গণতান্ত্রিক শক্তিগুলো নির্যাতনের শিকার হয়েছে, আন্দোলনে প্রাণ দিয়েছে। আজকের দিনে আমরা যদি তাদের আত্মত্যাগের মূল্য দিতে চাই, তাহলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যের পথে আসতে হবে। কারণ ঐক্য ছাড়া আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, শহীদরা যে বাংলাদেশ চেয়েছিল, তা সম্ভব নয়।”

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“ঐক্য ছাড়া আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, শহীদরা যে বাংলাদেশ চেয়েছিল, তা সম্ভব নয়।”

বিভাজনের রাজনীতি দিয়ে শহীদের মর্যাদা রক্ষা সম্ভব নয়: মেয়র শাহাদাত

আপডেট সময় ০২:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

 

জুলাই শহীদদের আত্মত্যাগের আদর্শই গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার লড়াইয়ে পথ দেখাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, “জুলাই আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগের আদর্শই আমাদের পথ দেখাবে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার লড়াইয়ে।

“আমরা অনেকবার অভ্যুত্থান দিবস পালন করেছি, আর নয়। এবার আমাদের স্বপ্ন- একটি দুর্নীতিমুক্ত, মৌলিক অধিকার ও গণতন্ত্র সম্পন্ন বাংলাদেশ বাস্তবায়ন করতেই হবে।”

মঙ্গলবার সকালে নগরীর দামপাড়ায় গরীবুল্লাহ শাহ মাজারে জুলাই শহীদ মোহাম্মদ আলমের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

মেয়র শাহাদাত বলেন, “আজকের দিন আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্রের জন্য জীবন দেওয়া শহীদদের ঋণ শোধে আমরা কতটা ব্যর্থ। সেই ব্যর্থতা কাটাতে হলে বিভাজন ভুলে জাতীয় ঐক্যের পতাকাতলে সবাইকে সমবেত হতে হবে।

“৫ আগস্ট আমাদের জন্য আনন্দেরও, বেদনারও। আনন্দ এই জন্য যে, আজকের প্রজন্ম শহীদদের রক্তের ঋণ মনে রেখেছে। কিন্তু বেদনার এই যে, শহীদদের পরিবার আজও কান্নায় ভাসে। তাদের সন্তান, ভাই, আত্মীয় হারানোর শোক আজও মুছে যায়নি। এই শোক আমাদের আনন্দকে ম্লান করে দেয়।”

তিনি বলেন, “আমরা শহীদদের স্মৃতি বুকে ধারণ করে বলতে চাই- বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, মৌলিক অধিকারসমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য ঐক্যই আমাদের একমাত্র শক্তি। বিভাজন আর অনৈক্যের রাজনীতি দিয়ে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রাখা যাবে না।

“গত ১৬ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ গণতান্ত্রিক শক্তিগুলো নির্যাতনের শিকার হয়েছে, আন্দোলনে প্রাণ দিয়েছে। আজকের দিনে আমরা যদি তাদের আত্মত্যাগের মূল্য দিতে চাই, তাহলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যের পথে আসতে হবে। কারণ ঐক্য ছাড়া আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, শহীদরা যে বাংলাদেশ চেয়েছিল, তা সম্ভব নয়।”

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম