সিল্কসিটি এক্সপ্রেসে একটি বিশেষ বগি যুক্ত করে বিক্ষোভকারী ছাত্রদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ।
বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় রাজশাহীতে ‘জুলাই যোদ্ধাদের’ রেলপথ অবরোধ

- আপডেট সময় ০১:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার জন্য বরাদ্দ করা বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় রাজশাহীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
তাদের বিক্ষোভের কারণে প্রায় একঘণ্টা রাজশাহীর সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে বলে জানিয়েছেন রাজশাহীর স্টেশন সুপার শহিদুল ইসলাম।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য ৪ লাখ ৮৫ হাজার ৯১ টাকা ভাড়া দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। ৫৪৮টি আসনের ট্রেনটি সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে বিভিন্ন স্টেশন থেকে ‘জুলাইযোদ্ধাদের’ ওঠার কথা।
সেজন্য সকালে ঢাকায় যাওয়ার জন্য স্টেশনে হাজির হন ২০০-২৫০ যাত্রী। কিন্তু তাদের একাংশের ট্রেনটি পছন্দ হয়নি। ট্রেনটি চলাচলের উপযোগী নয় দাবি করে বিক্ষোভ শরু করেন তারা।
বিক্ষোভকারীরা রেললাইনের ওপরে বসে পড়েন, কেউ আবার শুয়ে পড়েন।
তাদের ব্লকেডের কারণে আটকা পড়ে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসও । ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অনেকেই বিশেষ বরাদ্দ পাওয়া ট্রেনে উঠে পড়েন। পরে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডাও হয়।
পরে সিল্কসিটি এক্সপ্রেসে একটি বিশেষ বগি যুক্ত করে বিক্ষোভকারী ছাত্রদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ।
স্টেশন সুপার শহিদুল ইসলাম বলেন, “ব্লকেডের কারণে সরকারি বিশেষ ট্রেনটি ৪০ মিনিট বিলম্বে ছেড়েছে। একইভাবে, সিল্কসিটি এক্সপ্রেসও একটি বগি যুক্ত করার পর প্রায় ৪০ মিনিট দেরিতে ঢাকার পথে রওনা হয়।”