০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম
৪০ বছর বয়সেও যেভাবে গোল করে চলেছেন এই মহাতারকা, তাতে রেকর্ডটি তার একার করে নেওয়া কেবলই হয়তো সময়ের ব্যাপার।
বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
- আপডেট সময় ০২:২৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে
পেনাল্টি পেয়ে কাজে লাগাতে ভুল করলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দারুণ এক রেকর্ডেও নাম লেখালেন তিনি। স্পর্শ করলেন বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতে ম্যাচের ৫৬তম মিনিটে ডি-বক্সে রোনালদোর শটে বল হাতে লাগে লোইক নিগুর হাতে। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি আর সফল স্পট কিকে রেকর্ড গোলটি করেন পর্তুগাল অধিনায়ক।
তিন দিন আগে আর্মেনিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল। বিশ্বকাপ বাছাইয়ে তার মোট গোল হলো ৩৯টি। এতদিন সমান গোল নিয়ে এই তালিকায় চূড়ায় ছিলেন কার্লোস রুইস। তার পাশে বসলেন পাঁচবারের ব্যালন দ’র জয়ী।
৩৬ গোল নিয়ে তাদের পরেই আছেন লিওনেল মেসি।
আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৪১টি, ২২৩ ম্যাচে।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম