বিশ্বে করোনায় আরও ৩১৫ জনের মৃত্যু

- আপডেট সময় ১০:৫০:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ২০৭ বার পড়া হয়েছে
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮০ জন।
বুধবার (৫ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩ হাজার ৩৭৫ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে জার্মান। দেশটিতে একদিনে ১১০ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৫৪ জনের। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ১৪১ জন এবং মারা গেছেন ৩৮ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪০৬ জন এবং মারা গেছেন ১৪ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৮০ জন এবং মারা গেছেন ১৭ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৪২ লাখ ২৪ হাজার ১৭৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩৩ হাজার ৪৬১ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।