০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম
বৃহস্পতিবার বৌদ্ধ ধর্মীয় নেতাদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১১৫ বার পড়া হয়েছে
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সংবর্ধনা দেবেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৪ মে) বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে এই আয়োজন করা হবে। আট শতাধিক অতিথিসহ ১ হাজার ৬৫০ জনেরও বেশি মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতারাও রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিব এ সময় উপস্থিত থাকবেন বলে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেও যথাযোগ্য গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন।
ট্যাগস