বিদায়ী অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা প্রায় ৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা।
বেতনের ৬ গুণ প্রণোদনা পাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মীরা

- আপডেট সময় ০৬:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
মূল বেতনের ছয় গুণ প্রণোদনা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ৪৪৩তম বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এদিন সভায় অনুমোদন পায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণীও।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে এসব বিষয় নিশ্চিত করেছেন।
হিসাব বিবরণী অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ৪৭ দশমিক ৭১ শতাংশ বেড়ে ২২ হাজার ৬০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুর সভাপতিত্ব করেন।
সেখানে উপস্থিত কেন্দ্রীয় ব্যাংকের এক ডেপুটি গভর্নর নিট মুনাফার হিসাব নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিট মুনাফা হয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা। মোট আয় ৩৩ হাজার কোটি টাকা।”
তিনি বলেন, “আয়ের বড় একটি অংশ এসেছে সুদ থেকে।”
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগের অর্থবছরে নিট মুনাফা হয় ১৫ হাজার ৩০০ কোটি টাকা। আর আয় হয় ৪০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, বুধবার হিসাব বিবরণীতে নিরীক্ষক ও গভর্নরের সইয়ের পর বাকি টাকাও সরকারের হিসাবে জমা করা হবে।
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম