বেনাপোল বন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

- আপডেট সময় ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ২১৪ বার পড়া হয়েছে
ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে ৫ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (২৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
তিনি জানান, ঈদ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ১ জুলাই পর্যন্ত সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
আগামী ২ জুলাই সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে বলে তিনি জানান।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আজ থেকে ১ জুলাই পর্যন্ত ৫ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে এবং ২ জুলাই সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।
এছাড়া এ সময় বন্দরের মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।