০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

বেয়ারস্টোকে নিয়েই ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৬:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / ১০৪ বার পড়া হয়েছে

চোট থেকেই সেরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কথা ছিল জনি বেয়ারস্টোর। কিন্তু সিদ্ধান্তে বদল এনে অ্যাশেজের আগে নিজেকে প্রাণবন্ত রাখতে আইপিএল থেকে সরে দাঁড়ান এ ব্যাটার।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গলফ খেলতে গিয়ে চোটে পড়েন বেয়ারস্টো। এরপর বিশ্বকাপ থেকেও ছিটকে যান ইংলিশ এ ব্যাটার। এরপর বিশ্বকাপ শেষেও মাঠে ফেরা হয়নি তার। এমনকি সবশেষ বাংলাদেশ ও পাকিস্তান সফরেও ছিলেন না মারকুটে এ ব্যাটার। এ সময়ে কাউন্টিতে নিজের দল ইয়র্কশায়ারের হয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি।

চোট থেকে সেরে উঠে প্রতিযোগিতামূলক ক্রিকেটেও খেলেছেন ডানহাতি এ ব্যাটার। ইয়র্কশায়ারের হয়ে নিজের প্রথম ম্যাচে ৮৮ বলে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।এবার প্রত্যাশিত প্রত্যাবর্তনের পরই তাকে নিয়ে আয়ারল্যান্ড সিরিজে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে ১৫ সদস্যের এ স্কোয়াডে নেই জফরা আর্চার। চোটের কারণে ইংলিশদের পুরো গ্রীষ্ম মৌসুম থেকেই ছিটকে গেছেন ডানহাতি এ পেসার।

অন্যদিকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা সময় ডান কুঁচকির ইনজুরিতে পড়েন জেমস অ্যান্ডারসন। ওল্ড ট্রাফোর্ডে সমারসেটের বিপক্ষে প্রথম দিন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি। তবে আইরিশদের বিপক্ষে তাকেও দলে টেনেছে ইংলিশ শিবির। এ ছাড়া স্কোয়াডে ডাক পেয়েছেন, ওলি রবিনসন, ম্যাথু পট এবং স্টুয়ার্ড ব্রড। আর চোটের কারণে আইপিএলে বেশিরভাগ সময় ডাগ-আউটেই কাটিয়েছেন বেন স্টোকস।

চোট থেকে সেরে উঠলেও আর আইপিএলে খেলতে পারছেন না তিনি। অ্যাশেজের প্রস্তুতি নিতেই ভারত ছাড়ছেন এ ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড : বেন স্টোকস, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ড ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেঞ্চ, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, ওলি পোপ, জো রুট, ক্রিস ওকস এবং মার্ক উড।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বেয়ারস্টোকে নিয়েই ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা

আপডেট সময় ০৬:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

চোট থেকেই সেরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কথা ছিল জনি বেয়ারস্টোর। কিন্তু সিদ্ধান্তে বদল এনে অ্যাশেজের আগে নিজেকে প্রাণবন্ত রাখতে আইপিএল থেকে সরে দাঁড়ান এ ব্যাটার।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গলফ খেলতে গিয়ে চোটে পড়েন বেয়ারস্টো। এরপর বিশ্বকাপ থেকেও ছিটকে যান ইংলিশ এ ব্যাটার। এরপর বিশ্বকাপ শেষেও মাঠে ফেরা হয়নি তার। এমনকি সবশেষ বাংলাদেশ ও পাকিস্তান সফরেও ছিলেন না মারকুটে এ ব্যাটার। এ সময়ে কাউন্টিতে নিজের দল ইয়র্কশায়ারের হয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি।

চোট থেকে সেরে উঠে প্রতিযোগিতামূলক ক্রিকেটেও খেলেছেন ডানহাতি এ ব্যাটার। ইয়র্কশায়ারের হয়ে নিজের প্রথম ম্যাচে ৮৮ বলে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।এবার প্রত্যাশিত প্রত্যাবর্তনের পরই তাকে নিয়ে আয়ারল্যান্ড সিরিজে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে ১৫ সদস্যের এ স্কোয়াডে নেই জফরা আর্চার। চোটের কারণে ইংলিশদের পুরো গ্রীষ্ম মৌসুম থেকেই ছিটকে গেছেন ডানহাতি এ পেসার।

অন্যদিকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা সময় ডান কুঁচকির ইনজুরিতে পড়েন জেমস অ্যান্ডারসন। ওল্ড ট্রাফোর্ডে সমারসেটের বিপক্ষে প্রথম দিন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি। তবে আইরিশদের বিপক্ষে তাকেও দলে টেনেছে ইংলিশ শিবির। এ ছাড়া স্কোয়াডে ডাক পেয়েছেন, ওলি রবিনসন, ম্যাথু পট এবং স্টুয়ার্ড ব্রড। আর চোটের কারণে আইপিএলে বেশিরভাগ সময় ডাগ-আউটেই কাটিয়েছেন বেন স্টোকস।

চোট থেকে সেরে উঠলেও আর আইপিএলে খেলতে পারছেন না তিনি। অ্যাশেজের প্রস্তুতি নিতেই ভারত ছাড়ছেন এ ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড : বেন স্টোকস, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ড ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেঞ্চ, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, ওলি পোপ, জো রুট, ক্রিস ওকস এবং মার্ক উড।