০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হতে পারে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে আলো ছড়ানো ডেওয়াল্ড ব্রেভিসের।

বোলিং বিভাগে শক্তি বাড়াল দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৪:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে

রায়ান রিকেলটনের সঙ্গে কিউনা মাফাকা (ডানে)। ছবি: আইসিসি।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজে আলো ছড়ানো তরুণ পেসার কিউনা মাফাকাকে ওয়ানডে দলেও যোগ করেছে তারা।

শুরুতে কেবল অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন মাফাকা। দুর্দান্ত বোলিংয়ে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট নেন ১৭ বছর বয়সী এই ক্রিকেটার।

জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছেন মাফাকা। ২৪.৪০ গড়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। গত ডিসেম্বরে কেপ টাউনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। সেই ম্যাচে ৭২ রান দিয়ে ধরেন ৪ শিকার।

লিস্ট ‘এ’ ক্রিকেট খুব একটা খেলা হয়নি মাফাকার। এই সংস্করণে ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দল ২-১ ব্যবধানে হারলেও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স উপহার দেন ডেওয়াল্ড ব্রেভিস। রেকর্ড গড়া সেঞ্চুরির পর বিধ্বংসী ফিফটিতে সিরিজের সর্বোচ্চ ১৮০ রান করেন তিনি।

২২ বছর বয়সী বিস্ফোরক এই ব্যাটসম্যানে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ব্রেভিসকে খেলানোর ইঙ্গিত দিলেন তিনি।

“ওয়ানডে ক্রিকেটে সে (ব্রেভিস) কী করতে পারে, দেখতে উন্মুখ হয়ে আছি আমি।”

লিস্ট ‘এ’ ক্রিকেটে ২২ ম্যাচ খেলে ১১২.১০ স্ট্রাইক রেটে ১ হাজার ৬৫ রান করেছেন ব্রেভিস। নামের পাশে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি। আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

কেয়ার্নসে মঙ্গলবার শুরু দুই দলের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে শুক্র ও রোববার।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হতে পারে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে আলো ছড়ানো ডেওয়াল্ড ব্রেভিসের।

বোলিং বিভাগে শক্তি বাড়াল দ.আফ্রিকা

আপডেট সময় ০৪:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজে আলো ছড়ানো তরুণ পেসার কিউনা মাফাকাকে ওয়ানডে দলেও যোগ করেছে তারা।

শুরুতে কেবল অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন মাফাকা। দুর্দান্ত বোলিংয়ে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট নেন ১৭ বছর বয়সী এই ক্রিকেটার।

জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছেন মাফাকা। ২৪.৪০ গড়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। গত ডিসেম্বরে কেপ টাউনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। সেই ম্যাচে ৭২ রান দিয়ে ধরেন ৪ শিকার।

লিস্ট ‘এ’ ক্রিকেট খুব একটা খেলা হয়নি মাফাকার। এই সংস্করণে ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দল ২-১ ব্যবধানে হারলেও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স উপহার দেন ডেওয়াল্ড ব্রেভিস। রেকর্ড গড়া সেঞ্চুরির পর বিধ্বংসী ফিফটিতে সিরিজের সর্বোচ্চ ১৮০ রান করেন তিনি।

২২ বছর বয়সী বিস্ফোরক এই ব্যাটসম্যানে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ব্রেভিসকে খেলানোর ইঙ্গিত দিলেন তিনি।

“ওয়ানডে ক্রিকেটে সে (ব্রেভিস) কী করতে পারে, দেখতে উন্মুখ হয়ে আছি আমি।”

লিস্ট ‘এ’ ক্রিকেটে ২২ ম্যাচ খেলে ১১২.১০ স্ট্রাইক রেটে ১ হাজার ৬৫ রান করেছেন ব্রেভিস। নামের পাশে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি। আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

কেয়ার্নসে মঙ্গলবার শুরু দুই দলের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে শুক্র ও রোববার।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম