পাঁচ ব্যাংক একীভূত করে একটি ইসলামী ব্যাংক গঠন করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই লক্ষ্যে ব্যাংকগুলোর বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন গভর্নর।
ব্যাংক মার্জার: গভর্নর অসুস্থ, এক্সিম ব্যাংকের সঙ্গে সভা হয়নি

- আপডেট সময় ০৩:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অসুস্থ থাকায় এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে নির্ধারিত সভা হয়নি।
ব্যাংক একীভূত করার প্রক্রিয়ার অংশ হিসাবে পাঁচ ব্যাংকের সঙ্গে বসবে বাংলাদেশ ব্যাংক। রোববার প্রথম দিন এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভা হওয়ার কথা ছিল।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকরা এ দিন কেন্দ্রীয় ব্যাংকে এলেও গভর্নর না আসায় সভা হয়নি।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, “গভর্নর স্যার অসুস্থ, তাই তিনি আজকে বাংলাদেশ ব্যাংকে আসেননি। আজকে মিটিং হয়নি।”
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “আজকে স্যার (গভর্নর) অফিসে আসবেন না বলে আমি জানি।”
পাঁচ ব্যাংক একীভূত করে একটি ইসলামী ব্যাংক গঠন করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই লক্ষ্যে ব্যাংকগুলোর বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন গভর্নর।
ব্যাংকগুলোর পক্ষ থেকে তাদের আর্থিক অবস্থার চিত্র সভায় উপস্থাপন করার কথা রয়েছে। পাঁচ ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকরা সভায় উপস্থিত থাকবেন।
ব্যাংকগুলো হল- এক্সিম ব্যাংক, সোশাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ব্যাংক।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, “গভর্নর যখন সুস্থ হবেন, তখন আমাদেরকে জানাতে বলা হয়েছে। আমরা গভর্নর স্যারের সঙ্গে তখন সভা করতে আসব।”
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম