‘ব্যাচেলর পয়েন্ট’ সংসারে নতুন ঝড়!

- আপডেট সময় ১১:১৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। প্রথম ধাপে এ ধারাবাহিক নাটকটির ১-৮ পর্ব দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলে। এবার প্রচারে আসছে নতুন সিজনের ৯-১৬ পর্ব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’র পক্ষ থেকে বলা হয়, ব্যাচেলরদের সংসারে নতুন ঝড়! আগামী ১০ জুলাই আসছে ব্যাচেলর পয়েন্ট-৫-এর নতুন পর্ব ৯ থেকে ১৬।
আরও বলা হয়, আলোচনা আর হাসির কেন্দ্রবিন্দুতে থাকা ব্যাচেলরদের সেই চিরচেনা ফ্ল্যাট এবার নতুন আঙ্গিকে। বন্ধুত্ব, আড্ডা আর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঝামেলার যে গল্প দর্শকদের আপন করে নিয়েছিল, সেই গল্পেরই নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আগের পর্বগুলোর রেশ কাটতে না কাটতেই এবার আসছে আরও জমজমাট সব ঘটনা!’
গল্প প্রসঙ্গে বঙ্গ’র ভাষ্য, একমাত্র কর্মচারী শিমুলকে নিয়ে পাশার ব্যবসার পরিসর বাড়ছে ঠিকই, কিন্তু এই অগ্রযাত্রার শেষ কোথায়? হাবুর গোছানো সংসারে বজরা জাকিরের প্রবেশ যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। অন্যদিকে, লামিয়াকে ঘিরে শিমুল আর জাকিরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে। তবে সবার নজর থাকবে একজনের দিকেই—তিনি হলেন মতলব! তার আগের কাণ্ডকারখানাই যদি হাসতে হাসতে দর্শকদের পেটে খিল ধরিয়ে দেয়, তাহলে ভাবুন নতুন পর্বগুলোতে কী অপেক্ষা করছে!
ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজনের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মাসহ তাঁদের সুপরিচিত সঙ্গীরা।
প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ছাড়াও ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ প্রচারে আসছে টিভি পর্দায়। আগামীকাল ১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে দর্শকরা চ্যানেল আইতে ধারাবাহিকটি উপভোগ করতে পারবেন।
সূত্র : স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম