০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম দিন ভারত ২৬৪ রান তুলেছে ৪ উইকেট হারিয়ে।

ব্যাট-বলের দারুণ লড়াইয়ের দিনে পান্তকে নিয়ে শঙ্কায় ভারত

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১২:১৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

 

শুরুর কঠিন সময় পার করে প্রথম সেশন নির্বিঘ্নে কাটিয়ে ভারতকে ভালো শুরু এনে দিলেন লোকেশ রাহুল ও ইয়াশাসভি জয়সওয়াল। পরের সেশনে ইংল্যান্ড ঘুরে দাঁড়াল তিন উইকেট নিয়ে। ভারদ্বাজ সাই সুদার্শান ও রিশাভ পান্তের জুটি আবার যখন ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছিল, তখন বাজেভাবে চোট পেয়ে মাঠ ছাড়লেন পান্ত।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ওল্ড ট্র্যাফোর্ড টেস্টর প্রথম দিন বুধবার খেলা হয়েছে ৮৩ ওভার। ভারতের রান ৪ উইকেটে ২৬৪। কার্যত ৫ উইকেট বলা যায়।

পেসার ক্রিস ওকসকে রিভার্স সুইপ করার চেষ্টায় ব্যর্থ পান্তের বুটে আঘাত করে ইয়র্কার ডেলিভারি। এক পায়ে ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি, এমনকি দাঁড়াতেও পারছিলেন না ঠিকমতো। টিভিতে দেখা যায়, তার ডান পায়ের পাতায় একটা জায়গায় ফুলে গেছে। সেখান থেকে রক্ত ঝরতেও দেখা যায়। গলফ কার্টে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। তখন ৪৮ বলে ৩৭ রানে খেলছিলেন এই কিপার-ব্যাটসম্যান।

প্রথম দিন ফিফটির দেখা পেয়েছেন ভারতের দুজন। ১০৭ বলে ৫৮ রান করেছেন জয়সওয়াল। ভুলে যাওয়ার মতো টেস্ট অভিষেকের পর একাদশে ফিরে প্রথম ফিফটিতে ১৫১ বলে ৬১ রান করেছেন সুদার্শান।

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম দিন ভারত ২৬৪ রান তুলেছে ৪ উইকেট হারিয়ে।

ব্যাট-বলের দারুণ লড়াইয়ের দিনে পান্তকে নিয়ে শঙ্কায় ভারত

আপডেট সময় ১২:১৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

 

শুরুর কঠিন সময় পার করে প্রথম সেশন নির্বিঘ্নে কাটিয়ে ভারতকে ভালো শুরু এনে দিলেন লোকেশ রাহুল ও ইয়াশাসভি জয়সওয়াল। পরের সেশনে ইংল্যান্ড ঘুরে দাঁড়াল তিন উইকেট নিয়ে। ভারদ্বাজ সাই সুদার্শান ও রিশাভ পান্তের জুটি আবার যখন ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছিল, তখন বাজেভাবে চোট পেয়ে মাঠ ছাড়লেন পান্ত।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ওল্ড ট্র্যাফোর্ড টেস্টর প্রথম দিন বুধবার খেলা হয়েছে ৮৩ ওভার। ভারতের রান ৪ উইকেটে ২৬৪। কার্যত ৫ উইকেট বলা যায়।

পেসার ক্রিস ওকসকে রিভার্স সুইপ করার চেষ্টায় ব্যর্থ পান্তের বুটে আঘাত করে ইয়র্কার ডেলিভারি। এক পায়ে ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি, এমনকি দাঁড়াতেও পারছিলেন না ঠিকমতো। টিভিতে দেখা যায়, তার ডান পায়ের পাতায় একটা জায়গায় ফুলে গেছে। সেখান থেকে রক্ত ঝরতেও দেখা যায়। গলফ কার্টে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। তখন ৪৮ বলে ৩৭ রানে খেলছিলেন এই কিপার-ব্যাটসম্যান।

প্রথম দিন ফিফটির দেখা পেয়েছেন ভারতের দুজন। ১০৭ বলে ৫৮ রান করেছেন জয়সওয়াল। ভুলে যাওয়ার মতো টেস্ট অভিষেকের পর একাদশে ফিরে প্রথম ফিফটিতে ১৫১ বলে ৬১ রান করেছেন সুদার্শান।

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম