ভবিষ্যৎ নেতাদের যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৭:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ৯৩ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদেরকে ভবিষ্যৎ নেতা হতে নিজের জীবনের আলোকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ মে) দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আমি আমার জীবনের অভিজ্ঞতা এবং সংগ্রাম থেকে ভবিষ্যৎ নেতাদের জন্য কয়েকটি পরামর্শ তুলে ধরতে চাই। পরামর্শগুলো হলো- ১. নেতার মূল্যবোধ থাকতে হবে; ২. লক্ষ্যের প্রতি অটল থাকতে হবে; ৩. লক্ষ্য অর্জনে পরিপূর্ণ ও সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে; ৪. দৃষ্টান্ত সৃষ্টিকারী নেতৃত্ব দিতে হবে এবং সমাজে ‘চেঞ্জ মেকার’ হতে হবে; ৫. জনগণ এবং দলের ওপর আস্থা রাখতে হবে; ৬. মাতৃত্বের চেতনাকে জাগিয়ে তোলা এবং ৭. নতুন ও ভবিষ্যতকে গ্রহণ করা।
তিনি বলেন, জীবনে ভিশন এবং মিশন থাকা খুবই গুরুত্বপূর্ণ। নিজ লক্ষ্যে পৌঁছাতে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। জ্ঞান অর্জন করতে হবে। কারণ শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না।