১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

‘ভারতের কাছে হারলেও সমস্যা নেই, বিশ্বকাপ জিততে চাই’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
  • / ২৩০ বার পড়া হয়েছে

৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

পাকিস্তানের এই সহ-অধিনায়ক বলেন, ভারতের বিপক্ষে খেলাটা অন্যরকম আনন্দের অনুভূতি নিয়ে আসে। সামগ্রিকভাবে চাপটাও আলাদা। আমাদের সেখানে যেতে হবে বিশ্বকাপ খেলতে। সেটা তাদের ঘরের মাঠ, দর্শক আমাদের বিপক্ষে থাকবে।

তিনি আরও বলেন, আমরা সেখানে বিশ্বকাপ খেলতে যাচ্ছি, তাই আমাদের এটা নিয়ে ভাবা উচিত। শুধু ভারতের কথা নয়, কারণ আমরা যদি ভারতের বিপক্ষে জিততে পারি এবং বিশ্বকাপ হেরে যাই, তাহলে কোনো লাভ নেই।

পাকিস্তানের এই অলরাউন্ডার আরও বলেন, আমার মতে, আমরা ভারতের কাছে হেরে গেলেও সমস্য নেই, যদি বিশ্বকাপ জিততে পারি তাহলে সেটা একটা বড় ব্যাপার হবে। আর এটাই আমাদের মূল লক্ষ্য।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘ভারতের কাছে হারলেও সমস্যা নেই, বিশ্বকাপ জিততে চাই’

আপডেট সময় ১২:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩

৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

পাকিস্তানের এই সহ-অধিনায়ক বলেন, ভারতের বিপক্ষে খেলাটা অন্যরকম আনন্দের অনুভূতি নিয়ে আসে। সামগ্রিকভাবে চাপটাও আলাদা। আমাদের সেখানে যেতে হবে বিশ্বকাপ খেলতে। সেটা তাদের ঘরের মাঠ, দর্শক আমাদের বিপক্ষে থাকবে।

তিনি আরও বলেন, আমরা সেখানে বিশ্বকাপ খেলতে যাচ্ছি, তাই আমাদের এটা নিয়ে ভাবা উচিত। শুধু ভারতের কথা নয়, কারণ আমরা যদি ভারতের বিপক্ষে জিততে পারি এবং বিশ্বকাপ হেরে যাই, তাহলে কোনো লাভ নেই।

পাকিস্তানের এই অলরাউন্ডার আরও বলেন, আমার মতে, আমরা ভারতের কাছে হেরে গেলেও সমস্য নেই, যদি বিশ্বকাপ জিততে পারি তাহলে সেটা একটা বড় ব্যাপার হবে। আর এটাই আমাদের মূল লক্ষ্য।