০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
দর্শনা সীমান্তের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়েছে।

ভারতে অনুপ্রবেশ: চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ২২ বাংলাদেশিকে হস্তান্তর

চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৪:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ৪৪ বার পড়া হয়েছে

 

ভারতে অনুপ্রবেশ করা ২২ বাংলাদেশিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা সীমান্তের শূন্য রেখায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয় বলে জানান বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী।

বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার এবং বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।

ফেরত আসাদের মধ্যে ১০ পুরুষ ও ১২ জন মহিলা।

বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী বলেন, ওই ২২ জন বিভিন্ন সময় সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে তারা দেশটির উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ ও হায়দ্রাবাদের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে সীমান্তে এনে বিএসএফের কাছে হস্তান্তর করে।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের দর্শনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে; যা সীমান্ত এলাকায় আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

 

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

দর্শনা সীমান্তের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়েছে।

ভারতে অনুপ্রবেশ: চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ২২ বাংলাদেশিকে হস্তান্তর

আপডেট সময় ০৪:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

 

ভারতে অনুপ্রবেশ করা ২২ বাংলাদেশিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা সীমান্তের শূন্য রেখায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয় বলে জানান বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী।

বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার এবং বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।

ফেরত আসাদের মধ্যে ১০ পুরুষ ও ১২ জন মহিলা।

বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী বলেন, ওই ২২ জন বিভিন্ন সময় সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে তারা দেশটির উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ ও হায়দ্রাবাদের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে সীমান্তে এনে বিএসএফের কাছে হস্তান্তর করে।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের দর্শনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে; যা সীমান্ত এলাকায় আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

 

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম