কর্ণাটক রাজ্যের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ‘মাইসুরু দশেরা’ উদ্বোধন নিয়ে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন এই বুকার পুরষ্কারজয়ী লেখিকা।
ভারতে আন্তর্জাতিক বুকারজয়ী বানু মুশতাককে ঘিরে রাজনৈতিক বিতর্ক

- আপডেট সময় ০১:২২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে

চলতি বছরই আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়ে নজর কেড়েছেন বিশ্বের। তার লেখা ছোটগল্পের সংকলন ‘হৃদপ্রদীপ’ (হার্ট ল্যাম্প) অনুদিত হয়েছে বেশ কয়েকটি ভাষায়। সেই বানু মুশতাক এখন বিতর্কের কেন্দ্রে।
চলতি বছরই আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়ে নজর কেড়েছেন বিশ্বের। তার লেখা ছোটগল্পের সংকলন ‘হৃদপ্রদীপ’ (হার্ট ল্যাম্প) অনুদিত হয়েছে বেশ কয়েকটি ভাষায়। সেই বানু মুশতাক এখন বিতর্কের কেন্দ্রে।
ভারতের কর্ণাটক রাজ্যের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবকে ঘিরে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তিনি।
গত সপ্তাহে রাজ্যের কংগ্রেস সরকার ঘোষণা করে, বানু মুশতাক উদ্বোধন করবেন এবারের ঐতিহ্যবাহী ‘মাইসুরু দশেরা’ উৎসব। এই উৎসব ‘নাডা হাব্বা’ নামেও পরিচিত।
প্রতিবছর টানা ১০ দিন ধরে চলে এই উৎসব। দশকের পর দশক ধরে চলে আসছে উৎসবটি পালনের রীতি। হাজারো মানুষ এতে অংশ নিয়ে থাকে। হাতির শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজিও করা হয় এ উৎসবে।
তবে উৎসবের উদ্বোধন নিয়ে কংগ্রেস সরকারের মুশতাককে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছে রাজ্যের বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
তারা এই ঘটনার প্রতিবাদ করে বলেছে, উৎসবটি হিন্দুদের। সেটি উদ্বোধন করতে কেন একজন মুসলিম লেখিকাকে আমন্ত্রণ জানানো হবে?
যদিও মাইসুরু দশেরা কর্ণাটক রাজ্য সরকার পরিচালনা করে থাকে এবং এতে সব ধর্মের মানুষই অংশ নেন।
উৎসবটি উদ্বোধনের আমন্ত্রণ গ্রহণ করে বানু মুশতাক বলেছেন, এই আমন্ত্রণ তার জন্য সম্মানের এবং শৈশব থেকেই তিনি এ উৎসবে অংশ নিয়েছেন বলে এর সঙ্গে গভীরভাবে একাত্ম বোধ করেন। তবুও বিতর্ক থামেনি।
বিজেপি’র কথায়, দশেরা কোনও ধর্মনিরপেক্ষ অনুষ্ঠান নয়। বানু মুশতাকের ব্যক্তিগত বিশ্বাস নিয়ে তাদের কোনও আপত্তি না থাকলেও এটি একটি হিন্দু উৎসব।
তাছাড়া, বিজেপি’র কয়েকজন নেতা বানু মুশতাক অতীত কিছু মন্তব্য নিয়েও অভিযোগ তোলেন। তাদের কথায়, দেবী ভুবনেশ্বরী নিয়ে কিছু মন্তব্য করেছিলেন মুশতাক, যা আঘাতজনক। ভুবনেশ্বরী কর্ণাটক ভাষা ও পরিচয়ের প্রতীক হিসেবে গণ্য।
মুশতাকের সেই মন্তব্য নিয়ে একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। রাজ্য জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক বাড়ছে।
তবে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলোর প্রশ্নের মুখে বানু মুশতাক বলেছেন, “দেবী ভূবনেশ্বরীকে আমি সম্মান করি। রাজ্যবাসী তাকে মা বলেন। তাদের ভাবাবেগকেও সম্মান করি।”
চলতি বছরের শুরুর দিকে প্রথম একজন কন্নড় ভাষার লেখিকা হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার জয় করে রেকর্ড গড়েন বানু মুশতাক।
সমকালীন ভারতীয় সহিত্যে বানু মুশতাক পরিচিত এক নাম। তবে আন্তর্জাতিক বুকার পুরস্কার তার জীবন ও লেখার ওপর নতুন আলো ফেলেছে। ধর্মীয় রক্ষণশীলতা আর পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে লড়াই করে চলা নারীদের জীবনের প্রতিচ্ছবি দেখা যায় তার গল্পগুলোতে।
কে এই বানু মুশতাক?
কর্ণাটকের ছোট্ট শহর হাসানের মুসলমান অধ্যুষিত এলাকায় বানু মুশতাকের বেড়ে ওঠা। শৈশবের ভাষা ছিল উর্দু, লেখাপড়ার শুরু মক্তবে। তবে সরকারি কর্মচারী বাবা মেয়ের জন্য চেয়েছিলেন ভিন্ন কিছু।
আট বছর বয়সে বানু মুশতাককে ভর্তি করা হয় শিভামজ্ঞার এক কনভেন্ট স্কুলে, যেখানে পড়ানো হত কন্নড় ভাষায়। শর্ত দেওয়া হল, ছয় মাসের মধ্যে কন্নড় ভাষা তাকে শিখে নিতে হবে।
তবে বেশ দ্রুতই নতুন এ ভাষা রপ্ত করে নেন বানু, পরবর্তী জীবনে এ ভাষাই হয়ে ওঠে তার সাহিত্যচর্চার মাধ্যম। স্কুল জীবনেই তার লেখালেখির শুরু।
তবে লেখকবৃত্তি ছাড়াও তিনি জড়িত ছিলেন কৃষক সংগঠন, কন্নড় আন্দোলন এবং অন্যান্য প্রগতিশীল আন্দোলনের সঙ্গে। তার সমাজে বাল্যবিবাহের জন্য চাপ ছিল অনেক। তারপরও তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেছিলেন।
২৬ বছরে বিয়ে করেন বানু মুস্তাক। ২৭ বছরে প্রকাশিত হয় তার প্রথম ছোটগল্প। বিবাহিত জীবনের প্রথম দিকে তাকে নানা মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অল্প বয়স থেকেই সমাজের সঙ্গে বোঝাপড়া দীর্ঘ লড়াইও করতে হয়েছিল তাকে।
সেই লড়াইয়ের কাহিনিই প্রকাশিত হয়েছে নানা গল্প, উপন্যাসের আকারে। কেবল আন্তর্জাতিক বুকার পুরস্কারই নয়, কর্ণাটক সাহিত্য একাডেমি পুরস্কার এবং দানা চিন্তামণি আত্তিমব্বে পুরস্কার সহ গুরুত্বপূর্ণ নানা সম্মাননাও পেয়েছেন বানু মুশতাক।
একসময় সাংবাদিকও ছিলেন তিনি। উর্দু, হিন্দি, তামিল এবং মালায়ালাম ভাষাতেও অনুবাদ করা হয়েছে তার পুরস্কার প্রাপ্ত বইটি।
বিজেপি নেতারা তাকে নিয়ে নানা প্রশ্ন তুললেও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সমর্থন জানিয়েছেন বানু মুশতাককে।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম