দেবতা শিবকে পানি দেওয়ার পূজা ‘জলাভিষেক’ উপলক্ষ্যে বহু ভক্ত উত্তর প্রদেশের ঔশানেশ্বর মহাদেব মন্দিরে জড়ো হয়েছিলেন।
ভারতে আবার মন্দিরে পদদলনের ঘটনা, এবার নিহত ২

- আপডেট সময় ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের এক মন্দিরে পদদলনের ঘটনায় অন্তত ৮ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর উত্তর প্রদেশ রাজ্যের আরেক মন্দিরে একই ধরনের ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
উত্তর প্রদেশের বারাবঙ্কী জেলার হায়দারগড়ের ঔশানেশ্বর মহাদেব মন্দিরে সোমবার ভোররাতে পদদলনের এই ঘটনায় অন্তত ২৯ জন আহত হন; খবর ভারতীয় গণমাধ্যমের।
এনডিটিভি জানিয়েছে, মন্দির প্রাঙ্গণে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার পর কয়েকজন তড়িতাহত হলে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই হুড়োহুড়ি করে বাঁচার চেষ্টা করতে গিয়ে পদদলনের ঘটনাটি ঘটে।
দেবতা শিবকে পানি দেওয়ার পূজা ‘জলাভিষেক’ উপলক্ষ্যে রোববার ২৭ জুলাই রাতে বহু ভক্ত মন্দিরটিতে জড়ো হয়েছিলেন। সাধারণত শ্রাবণ মাসের সোমবারগুলোতে এই পূজা দেওয়া হয়। পূজা শুরু হয় মধ্যরাতে।
পূজা চলার এক পর্যায়ে ভোররাত ৩টার দিকে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে।
জেলা হাকিম শশাঙ্ক ত্রিপাঠীর ভাষ্য অনুযায়ী, কিছু বানর ওপর দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে লাফিয়ে পড়লে তার ছিঁড়ে মন্দিরের একটি টিনের চালে পড়ে, সেখানে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তৈরি হওয়ার পাশাপাশি নিচে কয়েকজন তড়িতাহত হন।
এ সময় হুলুস্থুল বেঁধে যায়। লোকজন প্রাণ বাঁচাতে এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করে। এই হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর মন্দিরটিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার ২৭ জুলাই ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার শহরের মনসা দেবী মন্দিরে একই ধরনের ঘটনায় সম্ভাব্য বিদ্যুৎস্পৃষ্টের গুজব ছড়িয়ে পড়ার পর ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত আটজনের মৃত্যু হয় এবং ৫৫ জন আহত হন।
সূত্র : এনডিটিভি / আইএএনএস
আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম