১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

ভারত-বাংলাদেশ টেস্টে হামলার হুমকিঃ পাত্তা দিচ্ছে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ১০:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯ বার পড়া হয়েছে

 চেন্নাইয়ে ভারত ও বাংলাদেশের দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে  ১৯ সেপ্টেম্বর। কানপুরে দ্বিতীয় ম্যাচ হবে ২৭ সেপ্টেম্বর। এই টেস্টে সফরকারী দলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। পরিস্থিতি এমন যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই ম্যাচের ভেন্যু ইন্দোরে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিয়ে খুব বেশি ভাবছে না।

বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাও ঘটেছে এবং ঘটছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদস্বরূপ আসন্ন সিরিজে হামলার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। বর্তসান পরিস্থিতি এমন যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই ম্যাচের ভেন্যু ইন্দোরে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। বিসিসিআইর ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যম এপিবি লাইভকে জানিয়েছে, এখনও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শিগগিরই ঘোষণা আসছে।

যদিও এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এই বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘এমন বিষয়গুলো (হুমকি) ঘটে। প্রায় সব দেশে খেলতে গেলে এমন কিছু হয়। আমি মনে করি না এটা বড় কোনও হুমকি। আমরা সূচি অনুযায়ী সফরে যাবো। আমরা স্বাগতিক বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা বিশ্বাস করি, তারা এই সফরে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে এবং প্রয়োজনে নিরাপত্তা বাড়াবে।’

দুই টেস্টের পর ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশের উদ্দেশে রওনা হবে নাজমুল হোসেন শান্তরা।
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ভারত-বাংলাদেশ টেস্টে হামলার হুমকিঃ পাত্তা দিচ্ছে না বিসিবি

আপডেট সময় ১০:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

 চেন্নাইয়ে ভারত ও বাংলাদেশের দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে  ১৯ সেপ্টেম্বর। কানপুরে দ্বিতীয় ম্যাচ হবে ২৭ সেপ্টেম্বর। এই টেস্টে সফরকারী দলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। পরিস্থিতি এমন যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই ম্যাচের ভেন্যু ইন্দোরে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিয়ে খুব বেশি ভাবছে না।

বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাও ঘটেছে এবং ঘটছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদস্বরূপ আসন্ন সিরিজে হামলার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। বর্তসান পরিস্থিতি এমন যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই ম্যাচের ভেন্যু ইন্দোরে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। বিসিসিআইর ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যম এপিবি লাইভকে জানিয়েছে, এখনও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শিগগিরই ঘোষণা আসছে।

যদিও এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এই বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘এমন বিষয়গুলো (হুমকি) ঘটে। প্রায় সব দেশে খেলতে গেলে এমন কিছু হয়। আমি মনে করি না এটা বড় কোনও হুমকি। আমরা সূচি অনুযায়ী সফরে যাবো। আমরা স্বাগতিক বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা বিশ্বাস করি, তারা এই সফরে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে এবং প্রয়োজনে নিরাপত্তা বাড়াবে।’

দুই টেস্টের পর ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশের উদ্দেশে রওনা হবে নাজমুল হোসেন শান্তরা।