০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
চোট, বিতর্ক, সব মিলিয়ে কঠিন সময়টা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান অভিজ্ঞ ফাস্ট বোলার।

ভালো-মন্দ মিলিয়ে জীবন থেকে শিখছেন তাসকিন

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

 

ক্রিকেট, পারফরম্যান্স, এসব নিয়েই নানা কথা বলছিলেন তাসকিন আহমেদ। কিন্তু প্রসঙ্গ যখন মাঠ ও ক্রিকেট ছাড়িয়ে স্পর্শ করল জীবনের সীমানা, অভিজ্ঞ এই পেসারও যেন দার্শনিক হয়ে উঠলেন। গভীর জীবনবোধের কথা বললেন তিনি। পাশাপাশি প্রত্যয় শোনালেন কঠিন সময় থেকে শিখে সামনে এগিয়ে চলার।

চোটের সঙ্গে লড়াই তাসকিনের ক্যারিয়ারে নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগেই স্ট্রেস ফ্র্যাকচারের মতো ঝুঁকিপূর্ণ চোট কাটিয়ে এসেছেন তিনি। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে যত সময় মাঠের ভেতরে থেকেছেন, বাইরেও থাকতে হয়েছে সম্ভবত ততটাই। এই বছরও অনেকগুলো দিন তাকে জাতীয় দল থেকে দূরে রেখেছিল চোট।

চোট থেকে ফেরার লড়াই সবসময়ই কটিন। পুনবার্সন প্রক্রিয়া ভীষণ ক্লান্তিকর ও একঘেয়ে। প্রতিবারই শারীরিক ও মানসিক সামর্থ্যের চরম পরীক্ষা হয়। আরও এক দফায় সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে। এর মধ্যেই আবার তাকে ঘিরে বিতর্কের জন্ম হয়েছিল মাঠের বাইরে। তার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় যান ছেলেবেলার বন্ধু। পরে অবশ্য তা মিটমাট হয়ে যায় থানার বাইরেই।

সব মিলিয়ে সময়টা তার ভালো যাচ্ছিল না। তবে ক্রিকেট দিয়েই আবার সুসময়কে কাছে টেনে আনছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে তিনিই ম্যান অব দা ম্যাচ।

সিলেটে ম্যাচের পর তাসকিন বললেন, কঠিন সময়কে আলিঙ্গন করেই তিনি সামনে ছুটতে চান দৃঢ় পায়ে।

“ক্রিকেটে হোক বা জীবনে, প্রতিটি মুহূর্তই ভালো-মন্দ মিলিয়ে চলে। প্রতিটি কঠিন সময় থেকে শেখার অনেক কিছু আছে। শুধু আমি নই, আমার ক্রিকেটিং ক্যারিয়ার নয়, আপনাদেরও একই। যখন যে মুহূর্ত আসবে, সেটাকে যদি এড়িয়ে যেতে চাই, এটা আমাকে পেয়ে বসবে। এসবের মুখোমুখি হয়ে সবসময় কীভাবে এগিয়ে যেতে পারি, এই চ্যালেঞ্জ নিতে চাই। ভালো হোক, খারাপ হোক, নিজের সততা ও দৃঢ়তা নিয়ে এগিয়ে গেলে আজ বা কাল সবকিছু ঠিক হবেই, এটা আমার বিশ্বাস।”

এই ম্যাচে তার বোলিংয়ের বেশির ভাগ কিছুই অবশ্য ঠিকঠাক হয়েছে। চোট থেকে ফেরার পর গত মাসে শ্রীলঙ্কা সফরে দুটি ওয়ানডে খেলে ছয় উইকেট নিলেও তাকে ঠিক ছন্দে দেখা যায়নি। শরীরও ভারী হয়ে গিয়েছিল বেশ। পরে একটি টি-টোয়েন্টিতেও তিনি ছিলেন অনেকটা খাপছাড়া।

দেশে ফেরার পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ খেলে অবশ্য ছয় উইকেট শিকার করেন। তবে সেরা ছন্দে তাকে দেখা যায়নি তখনও। ফিটনেসের ঘাটতি ছিল স্পষ্ট।

এরপর গত তিন সপ্তাহের ফিটনেস ট্রেনিং ও অনুশীলনের পর অনেকটাই চেনা চেহারায় ফিরছেন তিনি। ডাচদের বিপক্ষে প্রথম ম্যাচে দেখা গেছে সেটিরই ছাপ।

তাসকিন বললেন, এই প্রক্রিয়ার পথ ধরেই নিজেকে আরও শাণিত করতে চান তিনি।

“ইনজুরি থেকে ফিরে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু করেছিলাম। রিদমে একটু… কষ্ট হচ্ছিল। তবে উন্নতি হচ্ছে। গত কয়েক সপ্তাহে অনেক কষ্ট করেছি ট্রেনিংয়ে ও সব মিলিয়ে। আস্তে আস্তে রিদম ভালো হচ্ছে। এখনও অনেক পথ বাকি। আরও ভালো হবে আশা করি। ওসব নিয়েই কাজ করছি। প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছি, যাতে সামনে আরও ভালো হতে থাকে।”

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

চোট, বিতর্ক, সব মিলিয়ে কঠিন সময়টা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান অভিজ্ঞ ফাস্ট বোলার।

ভালো-মন্দ মিলিয়ে জীবন থেকে শিখছেন তাসকিন

আপডেট সময় ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

 

ক্রিকেট, পারফরম্যান্স, এসব নিয়েই নানা কথা বলছিলেন তাসকিন আহমেদ। কিন্তু প্রসঙ্গ যখন মাঠ ও ক্রিকেট ছাড়িয়ে স্পর্শ করল জীবনের সীমানা, অভিজ্ঞ এই পেসারও যেন দার্শনিক হয়ে উঠলেন। গভীর জীবনবোধের কথা বললেন তিনি। পাশাপাশি প্রত্যয় শোনালেন কঠিন সময় থেকে শিখে সামনে এগিয়ে চলার।

চোটের সঙ্গে লড়াই তাসকিনের ক্যারিয়ারে নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগেই স্ট্রেস ফ্র্যাকচারের মতো ঝুঁকিপূর্ণ চোট কাটিয়ে এসেছেন তিনি। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে যত সময় মাঠের ভেতরে থেকেছেন, বাইরেও থাকতে হয়েছে সম্ভবত ততটাই। এই বছরও অনেকগুলো দিন তাকে জাতীয় দল থেকে দূরে রেখেছিল চোট।

চোট থেকে ফেরার লড়াই সবসময়ই কটিন। পুনবার্সন প্রক্রিয়া ভীষণ ক্লান্তিকর ও একঘেয়ে। প্রতিবারই শারীরিক ও মানসিক সামর্থ্যের চরম পরীক্ষা হয়। আরও এক দফায় সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে। এর মধ্যেই আবার তাকে ঘিরে বিতর্কের জন্ম হয়েছিল মাঠের বাইরে। তার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় যান ছেলেবেলার বন্ধু। পরে অবশ্য তা মিটমাট হয়ে যায় থানার বাইরেই।

সব মিলিয়ে সময়টা তার ভালো যাচ্ছিল না। তবে ক্রিকেট দিয়েই আবার সুসময়কে কাছে টেনে আনছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে তিনিই ম্যান অব দা ম্যাচ।

সিলেটে ম্যাচের পর তাসকিন বললেন, কঠিন সময়কে আলিঙ্গন করেই তিনি সামনে ছুটতে চান দৃঢ় পায়ে।

“ক্রিকেটে হোক বা জীবনে, প্রতিটি মুহূর্তই ভালো-মন্দ মিলিয়ে চলে। প্রতিটি কঠিন সময় থেকে শেখার অনেক কিছু আছে। শুধু আমি নই, আমার ক্রিকেটিং ক্যারিয়ার নয়, আপনাদেরও একই। যখন যে মুহূর্ত আসবে, সেটাকে যদি এড়িয়ে যেতে চাই, এটা আমাকে পেয়ে বসবে। এসবের মুখোমুখি হয়ে সবসময় কীভাবে এগিয়ে যেতে পারি, এই চ্যালেঞ্জ নিতে চাই। ভালো হোক, খারাপ হোক, নিজের সততা ও দৃঢ়তা নিয়ে এগিয়ে গেলে আজ বা কাল সবকিছু ঠিক হবেই, এটা আমার বিশ্বাস।”

এই ম্যাচে তার বোলিংয়ের বেশির ভাগ কিছুই অবশ্য ঠিকঠাক হয়েছে। চোট থেকে ফেরার পর গত মাসে শ্রীলঙ্কা সফরে দুটি ওয়ানডে খেলে ছয় উইকেট নিলেও তাকে ঠিক ছন্দে দেখা যায়নি। শরীরও ভারী হয়ে গিয়েছিল বেশ। পরে একটি টি-টোয়েন্টিতেও তিনি ছিলেন অনেকটা খাপছাড়া।

দেশে ফেরার পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ খেলে অবশ্য ছয় উইকেট শিকার করেন। তবে সেরা ছন্দে তাকে দেখা যায়নি তখনও। ফিটনেসের ঘাটতি ছিল স্পষ্ট।

এরপর গত তিন সপ্তাহের ফিটনেস ট্রেনিং ও অনুশীলনের পর অনেকটাই চেনা চেহারায় ফিরছেন তিনি। ডাচদের বিপক্ষে প্রথম ম্যাচে দেখা গেছে সেটিরই ছাপ।

তাসকিন বললেন, এই প্রক্রিয়ার পথ ধরেই নিজেকে আরও শাণিত করতে চান তিনি।

“ইনজুরি থেকে ফিরে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু করেছিলাম। রিদমে একটু… কষ্ট হচ্ছিল। তবে উন্নতি হচ্ছে। গত কয়েক সপ্তাহে অনেক কষ্ট করেছি ট্রেনিংয়ে ও সব মিলিয়ে। আস্তে আস্তে রিদম ভালো হচ্ছে। এখনও অনেক পথ বাকি। আরও ভালো হবে আশা করি। ওসব নিয়েই কাজ করছি। প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছি, যাতে সামনে আরও ভালো হতে থাকে।”

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম