০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
বেশ কিছু দিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন তিনি। মেরুদণ্ডে চিড় নিয়ে অনেকটাই অচল; ঘরের বাইরে কোথাও তেমন যান না।

ভাষা সংগ্রামী আহমদ রফিক আবার হাসপাতালে

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১২:৫২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

ভাষা সংগ্রামী আহমদ রফিক।

 

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভাষা সংগ্রামী আহমদ রফিককে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৯টার পরে এই ভাষা সংগ্রামীকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় বলে  জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম।

তিনি বলেন, “স্যার তো হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। একটু ভালো হওয়ায় শুক্রবার সকালে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছিল। আজ সকাল থেকে শরীর আবার খারাপ করে। পরে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতালেই আছেন।”

৯৬ বছর বয়সী আহমদ রফিক বেশ কিছুদিন থেকে অসুস্থ। নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। মেরুদণ্ডে চিড় নিয়ে অনেকটাই অচল, ঘরের বাইরে কোথাও তেমন যান না।

বাঙালির বড় অর্জন ভাষা আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে ওই সময় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আহমদ রফিকের নাম।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রক্ত দিয়ে মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল বাঙালি, তার পথ ধরে ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে স্বাধীনতা।

ভাষা আন্দোলনের উত্তাল সেই দিনগুলোতে ঢাকা মেডিকেলের তৃতীয়বর্ষের ছাত্র ছিলেন আহমদ রফিক। ফজলুল হক হল, ঢাকা হল ও মিটফোর্ডের ছাত্রদের সঙ্গে সংযোগ রক্ষা করে চলার কাজ করেছেন তিনি। পাশাপাশি সভা-সমাবেশ মিছিলে ছিলেন নিয়মিত।

১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনকারী ছাত্রদের মাঝে একমাত্র তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ১৯৫৫ সালের শেষ দিকে প্রকাশ্যে এসে পড়াশোনায় ফেরেন আহমদ রফিক।

পরে এমবিবিএস ডিগ্রি নিলেও চিকিৎসকের পেশায় যাননি তিনি। ১৯৫৮ সালে তার প্রথম প্রবন্ধের বই ‘শিল্প সংস্কৃতি জীবন’ প্রকাশ হয়। তারপর লেখালেখিতেই জীবন কাটিয়ে দিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী এই লেখক পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্রত্ত্বাচার্য উপাধিসহ অনেক সম্মাননা।

 

 

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

বেশ কিছু দিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন তিনি। মেরুদণ্ডে চিড় নিয়ে অনেকটাই অচল; ঘরের বাইরে কোথাও তেমন যান না।

ভাষা সংগ্রামী আহমদ রফিক আবার হাসপাতালে

আপডেট সময় ১২:৫২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

 

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভাষা সংগ্রামী আহমদ রফিককে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৯টার পরে এই ভাষা সংগ্রামীকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় বলে  জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম।

তিনি বলেন, “স্যার তো হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। একটু ভালো হওয়ায় শুক্রবার সকালে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছিল। আজ সকাল থেকে শরীর আবার খারাপ করে। পরে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতালেই আছেন।”

৯৬ বছর বয়সী আহমদ রফিক বেশ কিছুদিন থেকে অসুস্থ। নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। মেরুদণ্ডে চিড় নিয়ে অনেকটাই অচল, ঘরের বাইরে কোথাও তেমন যান না।

বাঙালির বড় অর্জন ভাষা আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে ওই সময় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আহমদ রফিকের নাম।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রক্ত দিয়ে মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল বাঙালি, তার পথ ধরে ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে স্বাধীনতা।

ভাষা আন্দোলনের উত্তাল সেই দিনগুলোতে ঢাকা মেডিকেলের তৃতীয়বর্ষের ছাত্র ছিলেন আহমদ রফিক। ফজলুল হক হল, ঢাকা হল ও মিটফোর্ডের ছাত্রদের সঙ্গে সংযোগ রক্ষা করে চলার কাজ করেছেন তিনি। পাশাপাশি সভা-সমাবেশ মিছিলে ছিলেন নিয়মিত।

১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনকারী ছাত্রদের মাঝে একমাত্র তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ১৯৫৫ সালের শেষ দিকে প্রকাশ্যে এসে পড়াশোনায় ফেরেন আহমদ রফিক।

পরে এমবিবিএস ডিগ্রি নিলেও চিকিৎসকের পেশায় যাননি তিনি। ১৯৫৮ সালে তার প্রথম প্রবন্ধের বই ‘শিল্প সংস্কৃতি জীবন’ প্রকাশ হয়। তারপর লেখালেখিতেই জীবন কাটিয়ে দিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী এই লেখক পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্রত্ত্বাচার্য উপাধিসহ অনেক সম্মাননা।

 

 

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম