০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
“জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক দর্শন, যে চিন্তা, সেখানেও মওলানা ভাসানী রয়েছেন,” বলেন এনসিপির আহ্বায়ক।

ভাসানীকে একজন ‘ফাউন্ডিং ফাদার’ হিসেবে দেখি: নাহিদ

টাঙ্গাইল প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১০:৩১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ৩৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে সোমবার রাতে সাংবাদিকদের ব্রিফিং করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বাংলাদেশের ‘একজন ফাউন্ডিং ফাদার’ হিসেবে মূল্যায়ন করেছেন জাতীয় নাগরিক পার্টি— এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার ২৮ জুলাই  রাতে টাঙ্গাইলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গা থেকে আজ মওলানা ভাসানীকে স্মরণ করছি। জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক দর্শন, চিন্তা, সেখানেও মওলানা ভাসানী রয়েছেন।

“আমরা মওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন জাতীয় নেতা হিসেবে এবং বাংলাদেশের একজন ফাউন্ডিং ফাদার হিসেবে দেখি “

নাহিদ বলেন, “মওলানা ভাসানী যে রাজনীতি করে গিয়েছেন, মেহনতি মানুষের জন্য যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টিও সে উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।

“সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মওলানা ভাসানীর পথ অনুসরন করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

ব্রিফিংয়ের আগে রাত ১১টার দিকে মওলানা ভাসানীর মাজারে গিয়ে মোনাজাত করেন নাহিদ ও দলের অন্য নেতারা।

তিনি বলেন, “মওলানা ভাসানী ছিলেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি একই সঙ্গে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যের এবং দিল্লির আধিপত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

“মওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের জনগোষ্ঠীর রাজনৈতিক বিকাশের অন্যতম স্থপতি।”

 

 

টাঙ্গাইল প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক দর্শন, যে চিন্তা, সেখানেও মওলানা ভাসানী রয়েছেন,” বলেন এনসিপির আহ্বায়ক।

ভাসানীকে একজন ‘ফাউন্ডিং ফাদার’ হিসেবে দেখি: নাহিদ

আপডেট সময় ১০:৩১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

 

মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বাংলাদেশের ‘একজন ফাউন্ডিং ফাদার’ হিসেবে মূল্যায়ন করেছেন জাতীয় নাগরিক পার্টি— এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার ২৮ জুলাই  রাতে টাঙ্গাইলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গা থেকে আজ মওলানা ভাসানীকে স্মরণ করছি। জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক দর্শন, চিন্তা, সেখানেও মওলানা ভাসানী রয়েছেন।

“আমরা মওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন জাতীয় নেতা হিসেবে এবং বাংলাদেশের একজন ফাউন্ডিং ফাদার হিসেবে দেখি “

নাহিদ বলেন, “মওলানা ভাসানী যে রাজনীতি করে গিয়েছেন, মেহনতি মানুষের জন্য যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টিও সে উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।

“সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মওলানা ভাসানীর পথ অনুসরন করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

ব্রিফিংয়ের আগে রাত ১১টার দিকে মওলানা ভাসানীর মাজারে গিয়ে মোনাজাত করেন নাহিদ ও দলের অন্য নেতারা।

তিনি বলেন, “মওলানা ভাসানী ছিলেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি একই সঙ্গে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যের এবং দিল্লির আধিপত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

“মওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের জনগোষ্ঠীর রাজনৈতিক বিকাশের অন্যতম স্থপতি।”

 

 

টাঙ্গাইল প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম