০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
শিরোনাম
“ভাসানী মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০১২” পেলেন সাংবাদিক ফারজানা বিনতে হোসাইন শোভা

নাহিদা নাজনীন
- আপডেট সময় ১১:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ জানুয়ারী ২০১৩
- / ৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে সাংবাদিকতার জন্য ভাসানী মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০১২ তে ভূষিত হয়েছেন সাংবাদিক ফারজানা বিনতে হোসাইন শোভা। স্বাধীনতা সংসদ আয়োজিত জাতীয় পর্যায়ের এই পুরষ্কার প্রতি বছর দেশের বরেন্য ব্যক্তিদের মধ্যে একজনকেই দেয়া হয়।
রোববার সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার তাঁর হাতে তুলে দেন ভাষা সংগ্রামী আব্দুল মতিন ও পুরষ্কার জুরি বোর্ডের প্রধান জিল্লুল হাকিম। ফারজানার সাংবাদিকতা শুরু হয় দেশের দৈনিক প্রথম আলোর প্রতিবেদক হিসেবে। স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতা, নারী ও শিশু বিষয়ক সাংবাদিকতা এবং রাজনীতি বিষয়ক সাংবাদিকতায় ফারজানা খ্যাতি অর্জন করেছেন। বর্তমানে তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।
পুরস্কার পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারজানা বিনতে হোসাইন জানান, যেকোনো পুরস্কার কাজের স্বীকৃতি। আর স্বাধীনতা সংসদ আয়োজিত ভাসানী মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেশের যেকোনো বিশিষ্ট ব্যক্তির কাছেই স্বপ্নের বিষয়, গর্বের বিষয়। দেশের প্রতিটি সেক্টরে সর্বোচ্চ সফল ১ জন ব্যক্তি এই পুরস্কার পান। সেক্ষেত্রে আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করায় আমি স্বাধীনতা সংসদ কে ধন্যবাদ জানাচ্ছি। এই এই পুরস্কার অবশ্যই আমার কাজে গতি আনবে। আমি এখন থেকে আরো বেশি আন্তরিকতা, দায়বদ্ধতা ও স্বচ্ছতার সাথে সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করছি৷
এ সময় প্রধান অতিথি আব্দুল মতিন ওরফে ভাষা মতিন বলেন ফারজানা বিনতে হোসাইন নারী সাংবাদিকতায় একজন পথিকৃৎ। খুব অল্প সময়েই তিনি তার কৃতির স্বাক্ষর রেখেছেন। আমরা সবাই আশা করব, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা , বাংলাদেশ প্রশ্নে ফারজানা বিনতে হোসাইন শুধু দেশেই নয় আঞ্চলিক পরিমণ্ডলেও বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন।
ট্যাগস