০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ভিআইপিদের নিরাপত্তা দেবে আনসারের গার্ড রেজিমেন্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:২১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / ১৪৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব আনসারদের নিয়ে গঠিত গার্ড রেজিমেন্টকে দেওয়া হবে। কোনো দেশের রাষ্ট্রদূতকেই আর বাড়তি কোনো নিরাপত্তা দেওয়া হবে না।

সোমবার (১৫ মে) বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল আয়োজিত ঢাকা-১২ সংসদীয় আসন উন্নয়নের ১৪ বছরবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, কারও বাড়তি নিরাপত্তার প্রয়োজন হলে সে বিষয়ে সরকারের কাছে আবেদন করতে হবে। তখন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো রাষ্ট্রদূত গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন বা পারবেন না, এমন কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। ১৫ বছর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বিভিন্ন প্রশিক্ষণ অনুযায়ী আজকের পুলিশ কোনো ঔপনিবেশিক পুলিশ নয়। কোনো দুর্নীতি করে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবার নিয়োগ হয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ভিআইপিদের নিরাপত্তা দেবে আনসারের গার্ড রেজিমেন্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:২১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব আনসারদের নিয়ে গঠিত গার্ড রেজিমেন্টকে দেওয়া হবে। কোনো দেশের রাষ্ট্রদূতকেই আর বাড়তি কোনো নিরাপত্তা দেওয়া হবে না।

সোমবার (১৫ মে) বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল আয়োজিত ঢাকা-১২ সংসদীয় আসন উন্নয়নের ১৪ বছরবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, কারও বাড়তি নিরাপত্তার প্রয়োজন হলে সে বিষয়ে সরকারের কাছে আবেদন করতে হবে। তখন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো রাষ্ট্রদূত গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন বা পারবেন না, এমন কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। ১৫ বছর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বিভিন্ন প্রশিক্ষণ অনুযায়ী আজকের পুলিশ কোনো ঔপনিবেশিক পুলিশ নয়। কোনো দুর্নীতি করে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবার নিয়োগ হয়।