মায়োর্কার বিপক্ষে দারুণ এক গোল করেন ভিনিসিউস জুনিয়র, তবে দুবার জালে বল পাঠিয়েও কোনো গোল পাননি কিলিয়ান এমবাপে।
ভিনিসিউসকে নিয়ে খুশি কোচ, ‘অনেক গোল’ করবেন এমবাপে

- আপডেট সময় ০১:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
একজন দারুণ একটি গোল করলেন, আরেকজন দুবার বল জালে পাঠিয়েও গোলের দেখা পেলেন না। তবে ম্যাচে সামগ্রিকভাবে দুজনের পারফরম্যান্সেই সন্তুষ্ট শাবি আলোন্সো। দলকে জেতানো গোল করা ভিনিসিউসের প্রশংসা করছেন রেয়াল মাদ্রিদ কোচ। কিলিয়ান এমবাপে এই ম্যাচে গোল না পেলেও কোচ নিশ্চিত, মৌসুমে অনেক গোল আসবে ফরাসি তারকার কাছ থেকে।
লা লিগায় শনিবার রেয়াল মায়োর্কাকে২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পায় রেয়াল মাদ্রিদ।
ম্যাচের অষ্টাদশ মিনিটে পিছিয়ে পড়া রেয়াল মাদ্রিদকে ৩৭তম মিনিটে সমতায় ফেরান আর্দা গিলের। পরের মিনিটেই গোল করেন ভিনিসিউস।
ম্যাচে আরও তিন দফায় জালে বল পাঠায় রেয়াল মাদ্রিদ। কিন্তু গোল হয়নি কোনোটিই। এর দুটিই ছিল কিলিয়ান এমবাপের।
আগের ম্যাচে ওবিয়েদোর বিপক্ষে ভিনিসিউসকে সেরা একাদশের বাইরে রেখেছিলেন কোচ। এই ম্যাচে ব্রাজিলিয়ান তারকা আবার ফেরেন শুরুর একাদশে। ম্যাচজুড়েই তার পারফরম্যান্স ছিল দারুণ। গোলটি তো ছিল দর্শনীয়। ফেদে ভালভের্দের পাস ধরে এগিয়ে গিয়ে মায়োর্কার দুজনকে এড়িয়ে একজনের দুই পায়ের ফাঁক দিয়ে শট নিয়ে গোল করেন তিনি।
ম্যাচের পর আলোন্সোর আলাদা স্তুতি বরাদ্দ থাকল ব্রাজিলিয়ান তারকার জন্য।
“সে (ভিনিসিউস) ভালো খেলেছে, ভালো অবদান রেখেছে। ওসাসুনার বিপক্ষে ম্যাচের চেয়ে ভালো খেলেছে সে। গোলটিও ছিল গুরুত্বপূর্ণ, আমাদেরকে এগিয়ে দিয়েছে সেটি। ভিনি পারফরম্যান্সে আমি খুশি। সে গোল করছে, দলের জন্য যা গুরুত্বপূর্ণ।”
ভিনিসিউস আর রদ্রিগোকে আপাতত অদলবদল করে খেলাচ্ছেন আলোন্সো। আগের ম্যাচে যেমন রদ্রিগো ছিলেন শুরুর একাদশে, তার পরিবর্তে পরে নামেন ভিনিসিউস। মায়োর্কার বিপক্ষে ভিনিসিউসের বদলে ৭২তম মিনিটে নামে রদ্রিগো।
তার পারফরম্যান্সও মনে ধরেছে রেয়াল মাদ্রিদ কোচের।
“রদ্রিগোও নিজের কাজটুকু করেছে। আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে বসেছিলাম, তখন সে ভালো খেলেছে। সবাই নিজেদের মেলে ধরেছে। আমাদের এটা প্রয়োজন, সবার এই অবদান রাখা। রদ্রিগো যতক্ষণ মাঠে ছিল, ভালো করেছে।”
লিগের প্রথম দুই ম্যাচে তিন গোল করা এমবাপে এ দিন আর যোগ করতে পারেননি কোনো গোল। তাতে আলোন্সো দুর্ভাবনারও কিছু দেখছেন না। ফরাসির তারকার ওপর কোচের ভরসা প্রবল।
“সে গোল পায়নি বলে মোটেও ভাবিত নই আমি। বেশ কটি সুযোগ সে পেয়েছে, তার মানসিকতা ছিল দারুণ। শুধু নিজের পজিশন থেকে কিছুটা সরে গিয়েছিল আর চূড়ান্ত কাট বা শটে একটু ঘাটতি ছিল। আমি নিশ্চিত, আবার সেই জায়গায় ফিরবে সে।”
“অফসাইডের ব্যাপারগুলি ঠিক হয়ে যাবে। সে সবসময়ই প্রতিপক্ষের জন্য হুমকি। উন্নতির জায়গা অবশ্যই আছে। তবে আমি চিন্তিত নই। নিশ্চিতভাবেই অনেক গোল করবে সে।”
এমবাপের দুটি অফসাইড ছাড়া আরেক দফায় রেয়াল গোল পায়নি হ্যান্ডবলের কারণে, যেটি জালে পাঠিয়েছিলেন গিলের।
আলোন্সোর কিছুটা সংশয় আছে সেটি নিয়ে, তবে অভিযোগ নেই। রেফারির সিদ্ধান্তই তিনি মেনে নিয়েছেন
“চতুর্থ রেফারি বলছিলেন যে, হ্যান্ডবল তাৎক্ষনিক হতে হতো (বাতিলের জন্য) এবং এরপর পুরোটাই নির্ভর করছে রেফারির দৃষ্টিভঙ্গির ওপর। তৃতীয় গোলটি পেলে দারুণ হতো। তবে এটা রেফারির ব্যাপার, এগুলোই তার দায়িত্ব।”
রেয়াল মাদ্রিদের পরের ম্যাচ আন্তর্জাতিক বিরতির পর আগামী ১৩ সেপ্টেম্বর রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম