০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
ভেনেজুয়েলার বিপক্ষে এই লড়াই-ই বিশ্বকাপ বাছাইয়ে দেশের মাটিতে আর্জেন্টিনা অধিনায়কের শেষ ম‍্যাচ।

ভেনেজুয়েলার বিপক্ষে খুব ‘স্পেশাল’ ম‍্যাচের অপেক্ষায় মেসি

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:১৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

লিওনেল মেসি। ছবি: রয়টার্স

 

বিদায়ের রাগিনী বাজতে শুরু করেছে। আন্তর্জাতিক ক‍্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন লিওনেল মেসি। এই সময়টা রাঙিয়ে রাখতে এবং শেষটা স্বজনদের নিয়ে উপভোগ করতে উন্মুখ হয়ে আছেন আর্জেন্টিনা অধিনায়ক।

বাংলাদেশ সময় আগামী ৫ সেপ্টেম্বর ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা। মনুমেন্তালের এই লড়াই-ই বিশ্বকাপ বাছাইয়ে দেশের মাটিতে মেসির শেষ ম‍্যাচ। ফুটবলের এই মহানায়ক নিজেই সেটা নিশ্চিত করেছেন।

“এটা আমার জন‍্য খুব বিশেষ এক ম‍্যাচ হতে যাচ্ছে। আমি জানি না, এরপর (আর্জেন্টিনায়) কোনো প্রীতি ম‍্যাচ হবে কি-না। তাই আমার পরিবার- স্ত্রী, সন্তান, ভাই, বাবা-মা ও স্ত্রীর পুরো পরিবার উপস্থিত থাকবে।”

এরই মধ‍্যে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সব ঠিক থাকলে এই টুর্নামেন্টে খেলবেন মেসি।

ভেনেজুয়েলার পর একুয়েডর ম‍্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করবে তিনবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। বিশ্বকাপের আগে কিছু প্রীতি ম‍্যাচ খেলবে তারা। স্পেনের বিপক্ষে ফিনালিস্সিমাও খেলার কথা তাদের।

বিশ্বকাপ-পরবর্তী ভাবনা নিয়ে এখনও পরিষ্কার করে কিছু বলেননি মেসি। তবে ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্বে এই মহাতারকাকে খেলতে দেখার বাস্তবিক সম্ভাবনা খুব ক্ষীণ। সেদিক থেকে তার বিদায়ের সময় এখন বেশ নিকটে।

ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার আগে লিগস কাপের ফাইনালে আগামী রোববার সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে খেলবেন মেসি।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

ভেনেজুয়েলার বিপক্ষে এই লড়াই-ই বিশ্বকাপ বাছাইয়ে দেশের মাটিতে আর্জেন্টিনা অধিনায়কের শেষ ম‍্যাচ।

ভেনেজুয়েলার বিপক্ষে খুব ‘স্পেশাল’ ম‍্যাচের অপেক্ষায় মেসি

আপডেট সময় ০১:১৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

 

বিদায়ের রাগিনী বাজতে শুরু করেছে। আন্তর্জাতিক ক‍্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন লিওনেল মেসি। এই সময়টা রাঙিয়ে রাখতে এবং শেষটা স্বজনদের নিয়ে উপভোগ করতে উন্মুখ হয়ে আছেন আর্জেন্টিনা অধিনায়ক।

বাংলাদেশ সময় আগামী ৫ সেপ্টেম্বর ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা। মনুমেন্তালের এই লড়াই-ই বিশ্বকাপ বাছাইয়ে দেশের মাটিতে মেসির শেষ ম‍্যাচ। ফুটবলের এই মহানায়ক নিজেই সেটা নিশ্চিত করেছেন।

“এটা আমার জন‍্য খুব বিশেষ এক ম‍্যাচ হতে যাচ্ছে। আমি জানি না, এরপর (আর্জেন্টিনায়) কোনো প্রীতি ম‍্যাচ হবে কি-না। তাই আমার পরিবার- স্ত্রী, সন্তান, ভাই, বাবা-মা ও স্ত্রীর পুরো পরিবার উপস্থিত থাকবে।”

এরই মধ‍্যে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সব ঠিক থাকলে এই টুর্নামেন্টে খেলবেন মেসি।

ভেনেজুয়েলার পর একুয়েডর ম‍্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করবে তিনবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। বিশ্বকাপের আগে কিছু প্রীতি ম‍্যাচ খেলবে তারা। স্পেনের বিপক্ষে ফিনালিস্সিমাও খেলার কথা তাদের।

বিশ্বকাপ-পরবর্তী ভাবনা নিয়ে এখনও পরিষ্কার করে কিছু বলেননি মেসি। তবে ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্বে এই মহাতারকাকে খেলতে দেখার বাস্তবিক সম্ভাবনা খুব ক্ষীণ। সেদিক থেকে তার বিদায়ের সময় এখন বেশ নিকটে।

ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার আগে লিগস কাপের ফাইনালে আগামী রোববার সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে খেলবেন মেসি।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম