০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
“দূর থেকে এসপি-ডিসি পর্যবেক্ষণ করতে পারবেন, কী হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় গেলে তারা দ্রুত হস্তক্ষেপ করতে পারবেন,” বলেন প্রেস সচিব।

ভোটকেন্দ্রে ‘বডি ক্যাম’ ব্যবহার কীভাবে, ধারণা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১০:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে

ছবি: রয়টার্স

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে একটি করে ‘বডি-ওর্ন ক্যামেরা’ কীভাবে কাজে লাগানো হবে, তার একটি ধারণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এসব ক্যামেরা দিয়ে দূর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা।

তিনি বলেন, “এটা থাকলে যেটা হবে যে, ওই ভোট কেন্দ্রের নিরাপত্তাটা আরও ভালোভাবে আমরা নিশ্চিত করতে পারব।

“দূর থেকে এসপি-ডিসি পর্যবেক্ষণ করতে পারবেন, কী হচ্ছে। যদি ওই জায়গায় কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় যায়, তারা খুব দ্রুত হস্তক্ষেপ করতে পারবেন।”

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ মাথায় রেখে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরে প্রথামার্ধে তফসিল ঘোষণার তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

এর মধ্যে শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক সভায় ভোটকেন্দ্রের জন্য নতুন করে ৪০ হাজার ‘বডি ক্যাম’ কেনার সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী ও ফয়েজ তৈয়ব আহমেদ সভায় উপস্থিত ছিলেন।

বডি ক্যাম ব্যবহারের বিষয়ে এক প্রশ্নে রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, পুলিশের সম্ভবত আগে থেকেই ১০ হাজার বডি ক্যাম আছে। সরকার আরও ৪০ হাজার বডি ক্যাম সংগ্রহ করার চেষ্টা করছে। এটা খুব দ্রুতই করা হবে।

ক্যামেরা কেনার পর পুলিশ সদস্যদের জন্য ‘ছোটখাটো প্রশিক্ষণ’ পরিকল্পনার কথা তুলে ধরেন প্রেস সচিব।

প্রধান উপদেষ্টার কাছ থেকে এগুলো দ্রুত কেনার নির্দেশনা পাওয়ার কথা তুলে ধরে শফিকুল আলম বলেন, সভায় ‘বডি ক্যাম’ ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সেখানে কোন কোন দেশে এগুলো হচ্ছে কীভাবে তারা ব্যবহার করছে, সেগুলো নিয়েও যথেষ্ট আলোচনা হয়।

তিনি বলেন, “আমাদের তো মূল ফোকাস হচ্ছে ইলেকশন। ইলেকশন কীভাবে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হয় এবং দেশের ১২ কোটি ৬০ লাখ ভোটার, সবাই যেন খুবই উৎসবের সঙ্গে ভোট দিতে পারেন, সেই জন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকটা ভোটকেন্দ্রের জন্য এই বডি ক্যাম প্রকিউরমেন্ট করা হচ্ছে।”

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“দূর থেকে এসপি-ডিসি পর্যবেক্ষণ করতে পারবেন, কী হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় গেলে তারা দ্রুত হস্তক্ষেপ করতে পারবেন,” বলেন প্রেস সচিব।

ভোটকেন্দ্রে ‘বডি ক্যাম’ ব্যবহার কীভাবে, ধারণা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

আপডেট সময় ১০:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে একটি করে ‘বডি-ওর্ন ক্যামেরা’ কীভাবে কাজে লাগানো হবে, তার একটি ধারণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এসব ক্যামেরা দিয়ে দূর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা।

তিনি বলেন, “এটা থাকলে যেটা হবে যে, ওই ভোট কেন্দ্রের নিরাপত্তাটা আরও ভালোভাবে আমরা নিশ্চিত করতে পারব।

“দূর থেকে এসপি-ডিসি পর্যবেক্ষণ করতে পারবেন, কী হচ্ছে। যদি ওই জায়গায় কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় যায়, তারা খুব দ্রুত হস্তক্ষেপ করতে পারবেন।”

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ মাথায় রেখে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরে প্রথামার্ধে তফসিল ঘোষণার তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

এর মধ্যে শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক সভায় ভোটকেন্দ্রের জন্য নতুন করে ৪০ হাজার ‘বডি ক্যাম’ কেনার সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী ও ফয়েজ তৈয়ব আহমেদ সভায় উপস্থিত ছিলেন।

বডি ক্যাম ব্যবহারের বিষয়ে এক প্রশ্নে রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, পুলিশের সম্ভবত আগে থেকেই ১০ হাজার বডি ক্যাম আছে। সরকার আরও ৪০ হাজার বডি ক্যাম সংগ্রহ করার চেষ্টা করছে। এটা খুব দ্রুতই করা হবে।

ক্যামেরা কেনার পর পুলিশ সদস্যদের জন্য ‘ছোটখাটো প্রশিক্ষণ’ পরিকল্পনার কথা তুলে ধরেন প্রেস সচিব।

প্রধান উপদেষ্টার কাছ থেকে এগুলো দ্রুত কেনার নির্দেশনা পাওয়ার কথা তুলে ধরে শফিকুল আলম বলেন, সভায় ‘বডি ক্যাম’ ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সেখানে কোন কোন দেশে এগুলো হচ্ছে কীভাবে তারা ব্যবহার করছে, সেগুলো নিয়েও যথেষ্ট আলোচনা হয়।

তিনি বলেন, “আমাদের তো মূল ফোকাস হচ্ছে ইলেকশন। ইলেকশন কীভাবে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হয় এবং দেশের ১২ কোটি ৬০ লাখ ভোটার, সবাই যেন খুবই উৎসবের সঙ্গে ভোট দিতে পারেন, সেই জন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকটা ভোটকেন্দ্রের জন্য এই বডি ক্যাম প্রকিউরমেন্ট করা হচ্ছে।”

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম