০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

ভোটারদের সঙ্গে যে কাজ করলে জেল হতে পারে কর্মকর্তাদের

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:১৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ৬৬ বার পড়া হয়েছে

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে কোনো ভোট কর্মকর্তা কাউকে ভোটদানে বিরত কিংবা প্রভাবিত করলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধি ৭৯ অনুসারে কোনো রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার অথবা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনরত অন্য কোনো কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য কমপক্ষে ছয় মাস ও অনধিক পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন,

যদি তিনি কোনো নির্বাচন পরিচালনা বা ব্যবস্থাপনা অথবা কোনো ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকে- (ক) কোনো ব্যক্তিকে ভোটদানে প্ররোচিত করেন: (খ) কোনো ব্যক্তিকে ভোটদান হতে নিবৃত করেন; (গ) কোনো ব্যক্তির ভোটদানকে যেকোনো পন্থায় প্রভাবিত করেন; (ঘ) নির্বাচনের ফলাফল প্রভাবিত করার জন্য পরিকল্পিত উপায়ে অন্য কোনো কাজ করেন। উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন চলছে নির্বাচনী প্রচারণা।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ভোটারদের সঙ্গে যে কাজ করলে জেল হতে পারে কর্মকর্তাদের

আপডেট সময় ১০:১৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে কোনো ভোট কর্মকর্তা কাউকে ভোটদানে বিরত কিংবা প্রভাবিত করলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধি ৭৯ অনুসারে কোনো রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার অথবা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনরত অন্য কোনো কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য কমপক্ষে ছয় মাস ও অনধিক পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন,

যদি তিনি কোনো নির্বাচন পরিচালনা বা ব্যবস্থাপনা অথবা কোনো ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকে- (ক) কোনো ব্যক্তিকে ভোটদানে প্ররোচিত করেন: (খ) কোনো ব্যক্তিকে ভোটদান হতে নিবৃত করেন; (গ) কোনো ব্যক্তির ভোটদানকে যেকোনো পন্থায় প্রভাবিত করেন; (ঘ) নির্বাচনের ফলাফল প্রভাবিত করার জন্য পরিকল্পিত উপায়ে অন্য কোনো কাজ করেন। উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন চলছে নির্বাচনী প্রচারণা।