“উচ্চ কক্ষ ভোটের অনুপাতে হতে হবে। এটা আসন অনুসারে হওয়া যাবে না।”
ভোটের অনুপাতে উচ্চ কক্ষ গঠনে ঐকমত্য না হলে জুলাই সনদে স্বাক্ষর নিয়ে সন্দেহ: নাহিদ ইসলাম

- আপডেট সময় ১২:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
ভোটের অনুপাতে হতে হবে সংসদরের উচ্চ কক্ষ। এ বিষয়ে ঐকমত্যে না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কি-না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাহিদ বলেছেন, “উচ্চ কক্ষ ভোটের অনুপাতে হতে হবে। পিআর অনুসারে হতে হবে। এটা আসন অনুসারে হওয়া যাবে না। উচ্চ কক্ষ ক্ষমতার ভারসাম্য ও জবাব দিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“সে বিষয়ে এখনও ঐক্যমত্য আসেনি। সে বিষয়ে ঐকমত্যে না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ আছে।”
তিনি বলেন, “জুলাই সনদ ঘোষণা পত্রের খসড়া সরকারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের কাছে চাওয়া হয়েছে। ঘোষণা পত্রের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মৌলিক সংস্কারের রূপরেখা সনদের মধ্যে থাকতে হবে।”
শহরের তমালতলা এলাকা থেকে বের হবে এনসিপির পদযাত্রা। ফৌজদারি মোড় পর্যন্ত পদযাত্রা শেষে সেখানে পথসভায় অংশ নিবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর রওনা হবেন ময়মনসিংহের উদ্দেশে।
জামালপুর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম