‘‘আামাদের আশঙ্কা, ভোট বিলম্বিত করতে কোনো একটা শক্তি এমন কাজ করছে,” জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ প্রসঙ্গে বলেন বিএনপি মহাসচিব।
ভোট ফেব্রুয়ারিতেই, আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল ইসলাম

- আপডেট সময় ১১:৪৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে— প্রধান উপদেষ্টার কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘উনি (প্রধান উপদেষ্টা) আমাদেরকে ডেকেছিলেন নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করতে যে, নির্বাচন সঠিক সময়েই হবে। এ ব্যাপারে কোনো রকমের দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিত না।”
গত শুক্রবারের জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘‘রিসেন্টলি যে ঘটনা ঘটছে, আমাদের গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর যে হামলা হয়েছে, এ ব্যাপারে আমাদের মতামত স্পষ্ট করে বলেছি যে, এই হামলার ঘটনা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে।
‘‘এই ঘটনা খুবই উদ্বেগজনক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে। আমরা মনে করি, এ ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার। সরকার যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে, সেটা সুষ্ঠুভাবে তারা করবেন।”
রাত সাড়ে ৭টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়।
আট সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব। প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এজেডএম জাহিদ হোসেন।
এর আগে বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন মুহাম্মদ ইউনূস।
বৈঠক থেকে বেরিয়ে দুই দলই আলাদা প্রেস ব্রিফিংয়ে জানায়, তারা জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চায় এবং এ দাবির কথা তারা প্রধান উপদেষ্টাকেও জানিয়ে এসেছেন।
বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হয়েছে কিনা, মির্জা ফখরুলের কাছে সেই প্রশ্ন করেন এক সাংবাদিক।
জবাবে বিএনপি মহাসচিব বলেন, “না, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।”
বৈঠক থেকে বেরিয়ে জামায়াতের পক্ষ থেকে নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। পক্ষপাতমূলক আচরণের অভিযোগও করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘‘এটা একেবারেই অমূলক। প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে, দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের নেতার সঙ্গে কথা বলবেন। এটা তার এখতিয়ার, সেটা তিনি করেছেন।
‘‘আমাদের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন, সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে। গোটা দেশবাসী আশ্বস্ত হয়েছে যে, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।”
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম